সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ মাসেই রেল ধর্মঘটের ডা’ক স্টেশন মাস্টারদের, মুখ থু’ব’ড়ে পড়তে পা’রে পরিষেবা

চলতি মাসের একেবারে শেষ তারিখে ৩১ মে, রেল ধর্মঘট হওয়ার সম্ভাবনা রয়েছে সারা ভারতজুড়ে। ভারতের যোগাযোগের মাধ্যম গুলির মধ্যে রেল সবথেকে গুরুত্বপূর্ণ । এবার সেই রেল ধর্মঘটের ডাক দেয়ার সম্ভাবনা রয়েছে আগামী ৩১ মে তে।

শোনা যাচ্ছে সমস্ত স্টেশন মাস্টার এক হয়ে এই ধর্মঘট করতে পারে। দেশের মোট ৩৫০০০ স্টেশনমাস্টার রয়েছে যারা কিনা এ ধর্মঘটে অংশগ্রহণ করবে বলে মনে করা হচ্ছে। তাই ভারতীয় রেলের কাছে তাদের আবেদন, তাদের কথা যদি চলতি মাসের মধ্যে মেনে নেওয়া নেওয়া হয়। তাহলে তারা ধর্মঘটের দিকেই হাঁটবে।

একটি সর্বভারতীয় সংবাদপত্রের দ্বারা জানা যাচ্ছে , স্টেশন মাস্টার তাদের দাবি নিয়ে সোচ্চার হয়েছিল গত ২০২০ র অক্টোবর মাসে। এবার সেই দাবি না মানায় ধর্মঘটের পথে হাঁটতে চলেছে তারা।

আরো পড়ুন: জৈব অ’স্ত্র হিসেবে মাঙ্কিপক্স-কে ব্যবহার ক’র’তে চেয়েছিল রাশিয়া! চা’ঞ্চ’ল্য’কর দা’বি বিজ্ঞানীর

কিন্তু তারা এই ধর্মঘট ডাকছে কেন? জানা গেছে সারাদেশের এখনো ৬০০০ স্টেশন মাস্টার এর শূন্য পদ রয়েছে। কিন্তু রেলের তরফ থেকে নিয়োগ হচ্ছে না। দেশের অর্ধেকের বেশি স্টেশনে মাত্র ২ জন স্টেশন মাস্টার দিয়ে কাজ চলছে।

রেলের নিয়ম অনুযায়ী প্রত্যেক স্টেশনমাস্টারের স্বিফট ৪ ঘন্টার হয়ে থাকে। কিন্তু ২ জন থাকায় সেখানে ১২ ঘন্টা করে প্রতিদিন ডিউটি করতে হচ্ছে।

তাই যখন কোনো স্টেশন মাস্টার সাপ্তাহিক ছুটিতে থাকে তখন অন্য কোন স্টেশন থেকে কর্মচারীদের ডাকা হয়। তখনছুটি নেওয়াও মুশকিল হয়ে ওঠে। ইতিমধ্যেই আমরা আমরা আমাদের দাবির তালিকা রেলওয়ে বোর্ডের কাছে পাঠিয়েছি। এখন শুধু দেখার অপেক্ষা।