সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি করে স’ম্ভ’ব! মেয়েদের ১২ ব’ছ’র ব’য়’স হলেই তা’রা হয়ে যা’চ্ছে ছেলে, মিললো এই গ্রা’মে’র হ’দি’শ

দক্ষিণ-পশ্চিমের বারাভোনা প্রেভিন্সের সালিনাস নামক একটি প্রত্যন্ত গ্রামে প্রায় কয়েকশো বছর ধরে এই ঘটনা ঘটে যাচ্ছে। বছর 12 পেরিয়ে গেলে মেয়েরা শারীরিকভাবে পাল্টে যাচ্ছে। তারা পরিণত হচ্ছে ছেলেতে। বিশেষজ্ঞরা বলেন গর্ভাবস্থায় থাকাকালীন শিশুদের ওপর কিছু একটা খারাপ প্রভাব পড়ে সেই কারণেই এই পরিবর্তনটা ঘটছে। এই সমস্যার কারণে গর্ভাবস্থায় বিশেষ একটি এনজাইমের অভাব ঘটে। ঠিক এমনই এক সমস্যার মুখোমুখি হয়েছেন জামিস।

তিনি বলেন যে ছোটবেলায় তিনি স্কার্ট পড়ে স্কুলে যেতেন। কিন্তু 12 বছর হওয়ার পর থেকে তার পুরুষাঙ্গ বাড়তে থাকে তিনি বুঝতে পারেন তিনি একজন পুরুষ। ছোটবেলার মেয়ে থেকে তিনি এখন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। ডাক্তার মাইকেল মোসলে 1970 সালে প্রথম এই বিষয়টি লক্ষ্য করেন। তার বর্ণনা থেকে জানা যায় যে ডিহাইড্রো টেস্টোস্টেরন নামক একটি হরমোনের জন্য গর্ভস্থ শিশুদের পং জননাঙ্গ পরিস্ফুট হয়। এই বিশেষ ধরনের এনজাইম এই হরমোন কে সক্রিয় করে তোলে।

তার মোটে সালিনাস নামক গ্রামের গর্ভকালীন মহিলারা তাদের পুষ্টির অভাব এর কারণে এই এনজাইম পর্যাপ্ত পরিমাণে ক্ষরণ হতে পারে না। সেই কারণেই যারা পুরুষ শিশু জন্মের সময় তাদের পুরুষাঙ্গ সঠিকভাবে গজায় না। যার কারণে তাদের অনেকটা মেয়েদের মতো দেখতে লাগে। কিন্তু তারা আসলে পুরুষ শিশু।

এই সমস্যা থেকে মুক্তির জন্য সেই গ্রামের বাসিন্দারা অন্য গ্রামে গিয়ে বিয়ে করেন। তাতে সমস্যা অনেকটাই কম হয়েছে। মিশ্র রক্তের জন্য স্বাভাবিক যৌনাঙ্গ নিয়ে জন্মগ্রহণ করতে পারছে শিশুরা। আশা করা যাচ্ছে যে ওই গ্রামের সমস্যা খুব শিগগিরই মিটে যাবে। সেই গ্রাম পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক হবে।