সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জৈব অ’স্ত্র হিসেবে মাঙ্কিপক্স-কে ব্যবহার ক’র’তে চেয়েছিল রাশিয়া! চা’ঞ্চ’ল্য’কর দা’বি বিজ্ঞানীর

করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে একসময় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, চিনের ল্যাবেই এই ভাইরাস তৈরি হয়েছে। যা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সেই দেশ। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেই দাবি খারিজ করে দেয়।

এবার গোটা বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স ভাইরাস। এই পরিস্থিতিতে সোভিয়েতের প্রাক্তন বিজ্ঞানী বিস্ফোরক দাবি করলেন। কানাত আলিবেকভ নামক ওই বিজ্ঞানী দাবি করেছেন, ১৯৯০ সালের আগে পর্যন্ত মাঙ্কিপক্স ভাইরাসকে বায়ো অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল।

তিনি একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের কাছে এই চাঞ্চল্যকর দাবিই করেছিলেন। ১৯৯৮ সালে একটি সাক্ষাৎকারে আলিবেকভ বলেছিলেন, সোভিয়েত বায়োঅস্ত্র হিসেবে ভাইরাসের ব্যবহার করতে চেয়েছিল।

আরো পড়ুন: বি’য়ে’বাড়িতে খাবার কম পরেছিলো, দুপক্ষের সং’ঘ’র্ষে খালি হাতেই বাড়ি ফিরলেন পাত্র

এক্ষেত্রে Vaccinia Virus, Mousepox Virus, Rabbitpox Virus, এবং Monkeypox Virus-কে মডেল ভাইরাস হিসেবে পরীক্ষা করে দেখা হয়েছিল।

তিনি আরও দাবি করেন, সোভিয়েত ইউয়ন ভেঙে যাওয়ার পরও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক মাঙ্কিপক্সকে ‘ভবিষ্যতের বায়ো অস্ত্র’ হিসেবে ব্যবহার করার জন্য কাজ চালিয়ে গিয়েছিলেন। তিনি আরও বলেন, রাশিয়া বায়োলজিক্যাল অস্ত্র ব্যবহার করার উদ্যোগ এখনও পুরোপুরি বন্ধ হয়নি।