সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই মাসেই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ, প্রায় সাড়ে ৩ ঘন্টা চাঁদ থা’ক’বে আ’ড়া’লে

চলতি মাসেই এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে। তিন ঘন্টা 28 মিনিট ধরে চলবে এই চন্দ্রগ্রহণ। বৈজ্ঞানিক মহল থেকে শুরু করে জ্যোতিষ মহলে এই চন্দ্রগ্রহণ নিয়ে চর্চা শুরু হয়েছে। আগামী 19 শে নভেম্বর চন্দ্রগ্রহণ হবে। তবে এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয় বলেই জানা গিয়েছে। উত্তর আমেরিকা থেকে এই চন্দ্রগ্রহণ ভালোভাবে দেখা যাবে।

এই চন্দ্রগ্রহণে চাঁদ আংশিক ঢাকা পড়বে। মার্কিন মহাকাশ গবেষণা নাসায় তরফ থেকে জানানো হয়েছে যে 2001 সাল থেকে শুরু করে এত দীর্ঘস্থায়ী গ্রহণ এর আগে কখনো হয়নি। গ্রহণ চলাকালীন চাঁদের 97% লাল হয়ে থাকবে বলে জানানো হয়েছে। 19শে নভেম্বর গভীর রাতে এই গ্রহণ হতে চলেছে।

পৃথিবী যখন চাঁদ এবং সূর্যের মাঝখান দিয়ে অগ্রসর হয় সেই সময় হয় চন্দ্রগ্রহণ। ভোর চারটে নাগাদ প্রথম সবথেকে ভালো বোঝা যাবে বলে জানিয়েছে নাসা। এও জানানো হয়েছে যে দক্ষিণ আমেরিকার পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বিভিন্ন দেশের মানুষ গ্রহণ দেখতে পাবেন।

2030 সালের মধ্যে ছোট বড় মিলিয়ে আরো কুড়ি বার চন্দ্রগ্রহণ হবে বলে জানানো হয়েছে। নাসার ওয়েবসাইটে লাইভ দেখানো হবে চন্দ্রগ্রহণ। তাই যারা সরাসরি চন্দ্রগ্রহণ দেখতে পারছেন না তারা ইচ্ছে করলে চোখ রাখতে পারেন নাসার ওয়েবসাইটে।