সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এটিই স্বর্গে যাওয়ার দ’র’জা! পেরুর পাহাড়ে এই কুঠুরি আজও র’হ’স্য হয়েই আ’ছে

দক্ষিণ আমেরিকার পশ্চিম মধ্য অঞ্চলে প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র হল পেরু। দুনিয়ার অনেক প্রাচীন সভ্যতা অন্য দুনিয়ায় নিয়ে যাওয়া রাস্তা খুঁজেছেন বহুযুগ ধরে। যদিও আজকের সভ্য সমাজ এসব মানতে নারাজ।

তবে আজকে এমনই এক রহস্যের কথা বলবো যার ব্যাখ্যা বিজ্ঞানীরা আজও পায়নি। পেরু টিটিকাকা হ্রদ এর তীরে 500 বছরের পুরনো একটি দরজা গোলাপি রঙের দরজা অবস্থান করছে। প্রাচীনকালের লোকেরা দরজাটিকে স্বর্গের পথ বলতো এটি গেট অফ গডস নামে পরিচিত।

আবার আঞ্চলিক ভাষায় একে হায়ু মারু বলে। এই দরজার পাথরগুলি গোলাপি রঙের , উচ্চতা 5 ফুট।এর গায়ে কিছু শ্যাওলা জমেছে। মাঝে t আকৃতির 6 ইঞ্চি ছেদ দেখা যায়।

আরো পড়ুন: OMG: চিকেন বিরিয়ানি মা’ত্র ১০ টা’কা প্লেট, একবার খে’য়ে দেখবেন নাকি?

এর ইতিহাস সম্পর্কে জানা যায় 1996 সালে হোসে লুই মামনি নামের ব্যক্তি তার স্বপ্নে একদিন এরূপ একটি গোলাপি রঙে দরজার সন্ধান পান। পেশায় তিনি একজন গাইড , তিনি ঘুরতে ঘুরতে এই দরজার কাছে পৌঁছে যান। ঠিক যেন তার অবিকল স্বপ্নের মত দরজা। এরপর একথা সকলের সামনে আনে।

যদিও তার কথা বিশ্বাসযোগ্য নয়। দেশ বিদেশের অনেক পর্যটকই দরজা সন্ধানে এখানে ছুটে গেছেন। তাদের মতে এই দরজা থেকে অনেক সময় অনেক আওয়াজ আসে। সেই ছিদ্রের মধ্য থেকে বেরিয়ে আসে নীলাভ রশ্মী। যদিও এই সত্যের এখনো সঠিক সন্ধান পাওয়া যায়নি।