সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৪-এ তিনশো-র বেশি আসন নিয়ে ফের ক্ষ’ম’তা’য় আসবে বিজেপি! টা’র্গে’ট সেট করলেন শাহ

মঙ্গলবার অমিত শাহর একটি সভা ছিল অসমের ডিব্রুগড়ে। বর্তমানে অসমের ক্ষমতায় রয়েছে বিজেপি। এই সভা থেকে অসমের ১৪ আসনের মধ্যে ১২টি আসন জয়ের টার্গেট দিয়েছেন শাহ। অন্যদিকে সারা দেশে তাদের টার্গেট ৩০০ টির বেশি আসনে জয়লাভ করা।

এবার বিজেপির স্লোগান ছিল ‘আবকি বার, ৪০০ পার।’অর্থাৎ দেশজুড়ে ৪০০ আসনে জয়লাভ করা।কিন্তু অমিত শাহ সমাবেশে বলেন,২০২৪ এ তিনশোর বেশি আসনে জিতে আবারও বিজেপি ক্ষমতায় আসতে চলেছে।

কোথাও কি কোনো সংশয় রয়েছে বিজেপির অন্দরে? তিনি আরও বলেন, “তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার পরেও কোন লাভ হয়নি। সারা দেশ কংগ্রেস কে বর্জন করেছে।”

আরো খবর: যাত্রীদের পৌঁছে দিয়েই হাসপাতালে যাবেন, বাস চালানোর সময়ই বু’কে ব্য’থা, এরপর যা হলো

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দুটি দাবি নিয়েই জল্পনা তুঙ্গে বিভিন্ন মহলে। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন প্রথমে ৪০০ আসনের লক্ষ্যমাত্রা থাকলেও, সেটি কমে হঠাত ৩০০ আসনে নামল কেন? লোকসভা ভোটের আগে কি আত্মবিশ্বাসে ধুঁকছে বিজেপি?

অন্যদিকে দেশে পরপর তিনবার প্রধানমন্ত্রী কেউ হননি। আরএসএস কখনওই একনায়কক্তন্ত্র নীতি সমর্থন করে না।তাই মোদীই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন কি না তা নিয়েও সংশয় রয়েছে!