সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই মেয়ের মাথা ৯০ ডিগ্রি কোণে ঘু’রে যায়! কি রো’গ হয়েছে এই পাকিস্তানি তরুণীর?

আমরা এমন অনেক মানুষকে দেখেছি যারা অদ্ভুতভাবে জন্মগ্রহণ করে। এই শিশুরা কন্যাশিশুর থেকে অনেকটাই আলাদা হয় এবং ভগবানের তরফ থেকে এই শিশুদের আলাদা শক্তি দেওয়া হয়। তেমনি একটি শিশুর কথা আজ আপনাদের বলতে চলেছি।

8 মাস বয়স থেকে এই শিশুটির মাথা ছিল ঘোরানো। নব্বই ডিগ্রি এংগেল অথবা কৌণিক অবস্থানই এই মেয়েটির মাথা ঘোরানো ছিল। স্বাভাবিক হয়ে গিয়েছিল এমন একটি জীবন। কোন দিন স্কুলে যেতে পারিনি এই ছোট্ট মেয়েটি।

আফসিন গুল এই মেয়ে টি ছোটবেলা থেকে কিন্তু এমন ছিলনা। 13 বছর আগে একদিন স্বাভাবিকভাবে পাড়ার বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ করে পড়ে যায় সে।

আরো পড়ুন: নিয়মিত বিয়ার পা’ন করছেন? এই সমস্যা গুলো কিন্তু নি’শ্চি’ত!

তারপর থেকেই ভয়ানক যন্ত্রণা নিয়ে জীবন অতিবাহিত করছে এই ছোট্ট মেয়েটি। সেরিব্রাল পলসিতে আক্রান্ত হয়ে ছিল ওই মেয়েটি তার ওপর ভয়ানক আঘাত লাগায় একেবারে মাথা ঘুরে যায় অন্যদিকে।

এতদিন এই যন্ত্রণা নিয়েই জীবন কাটাতে হয়েছে তাকে।কিন্তু সম্প্রতি দিল্লির বেসরকারি হাসপাতালে এই রোগের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এই রোগের চিকিৎসার জন্য প্রয়োজন 26 হাজার ইউরো, যা সঞ্চয় করে ওই পরিবারের সদস্যরা ওই মেয়েটিকে নিয়ে গেছে দিল্লির বেসরকারি হাসপাতালে। গো ফান্ড মি নামক একটি ক্রাউডফান্ডিং সংস্থার সাহায্যে টাকা জোগাড় করে হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে ছোট্ট মেয়েটির।

যদিও চিকিৎসকরা প্রথমে বলেছিলেন অস্ত্রপ্রচার ভীষণভাবে মারাত্মক হতে পারে। এই অস্ত্রোপচারের পর মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু তবু চিকিৎসার পথ হেটেছিল পরিবার। ফলস্বরূপ আজ সম্পূর্ণ সুস্থ ওই মেয়েটি।