সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতমাতাকে নি’য়ে চিঠি রূপা গাঙ্গুলির, ফেসবুকে পো’স্ট করতেই ভাইরাল

বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ইদানিংকালে বিতর্কিত মন্তব্য থেকে বিতর্কিত পোস্ট রাজ্য–রাজনীতিতে শোরগোল ফেলেছে। তার মধ্যে দলের গাইডলাইন না মানা রূপাকে নিয়ে রাজ্য নেতাদের অস্বস্তি কম নয়। তাঁর সাম্প্রতিক মন্তব্য, ‘‌এইসব ভাটের বৈঠকে আমাকে ডাকবেন না’‌।

রূপা গঙ্গোপাধ্যায় কলকাতা পুরসভা নির্বাচনের ভার্চুয়াল বৈঠকে এই মন্তব্য করেই বেরিয়ে গিয়েছিলেন। বছর শেষে রূপা গঙ্গোপাধ্যায় সামনে এলেন এই ভারতমাতাকে চিঠি লিখে।

তিনি ভারতমাতাকে উদ্দেশ্য করে চিঠিতে লেখেন, ‘‌মা, এই ক’টা বছর বড় ঝামেলায় কাটল সকলের। সবাইকে বিপদমুক্ত কর। নতুন বছর যেন সবার ভাল কাটে। একটু দেখো প্লিজ। মা— আমার প্রণাম নিও। তোমার স্নেহের রূপা।’‌

এর পরেও তিনি লেখেন, ‘‌ও! ভুলেই গেছি বলতে, আজ ৩১ ডিসেম্বর আয়করের টাকা দেওয়া হয়ে গিয়েছে। নিশ্চিন্ত।’‌ তবে, প্রশ্ন উঠছে, এমন চিঠি কেন লিখলেন রূপা?‌ নামপ্রকাশে অনিচ্ছুক রাজ্য বিজেপির এক নেতা বলেন, ‘‌আর্থিক কষ্টের কথা সরাসরি না বলে ঘুরিয়ে বুঝিয়েছেন তিনি। কয়েকদিন আগেই তিস্তার স্বামী গৌরবের উদ্দেশ্যে লিখেছিলেন, আমার টাকা নেই। থাকলে শহরে হোর্ডিং লাগিয়ে দিতাম।’