সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পেট্রোলের শুধু গ’ন্ধ পেলেই ছোটে এই কোম্পানির বাইক! দেশের নম্বর-১ মোটরসাইকেল কোনটি?

ভারতের Two wheeler-এর বর্তমান বাজারে Hero Splendor এখন এক নম্বর বাইক। ভারতের বৃহত্তম Two wheeler প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে অন্যতম হল Hero Motocorp। এই Two wheeler-এর বাজারে প্রতি মাসে Hero Splendor Plus ২-৪ লক্ষ ইউনিট বিক্রি হয়।

আপনি জানলে অবাক হবেন গত মাসে অন্য সব কোম্পানির বাইক যেমন Bajaj Platina, Bajaj Pulsar, Honda CB Shine, Hero Glamour, Royal Enfield Classic 350 এবং Hero HF Deluxe ইত্যাদি গাড়িগুলিকে পিছনে ফেলে এই বাইক বিক্রির রেসিও গোটা দেশে সবচেয়ে বেশি।

গত মাসে ভারতে সেরা ১০টি সর্বাধিক বিক্রিত বাইকের মধ্যে প্রথম স্থানে ছিল Hero Splendor এবং দ্বিতীয় স্থানে ছিল Honda CB Shine। তৃতীয় স্থানে Hero HF Deluxe, চতুর্থ স্থানে Bajaj Pulsar, পঞ্চম স্থানে Hero Glamour। গত জুন মাসে Hero Splendor বিক্রি হয়েছিল মোট ২,৭০,৯২৩ ইউনিট৷

আরো পড়ুন: বি’প’দে পড়লে জুতোই সংকেত পা’ঠা’বে! সৈয়দের আ’বি’ষ্কৃ’ত ডিভাইস India Books of Records-এ স্থান পেলো

বর্তমানে Hero Splendor-এর বিক্রি বেড়েছে ২.৬২ শতাংশ। অন্যদিকে Honda CB Shine জুন মাসে বিক্রি হয়েছিল মোট ১,২৫,৯৪৭ ইউনিট। গত মাসে Hero HF Deluxe বিক্রি হয়েছিল ১,১৩,১৫৫ ইউনিট। Bajaj Pulsar মোট ৮৩,৭২৩ ইউনিট এবং Hero Glamour মোট ৩০,১০৫ ইউনিট বিক্রি হয়েছিল।

ভারতে সর্বাধিক বিক্রিত বাইকের তালিকায় ষষ্ঠ স্থানে ছিল Bajaj Platina। সপ্তম স্থানে Royal Enfield Classic 350, অষ্টম স্থানে ইয়ামাহা এফজেড। নবম স্থানে Hero Passion, দশম স্থানে TVS Apache। গত জুনে এই জনপ্রিয় বাজেট বাইক Bajaj Platina বিক্রি হয়েছিল মোট ২৭,৭৩২ ইউনিট। আবার গত মাসে ইয়ামাহা এফজেড মোট ১৯,৩০৫ ইউনিট বিক্রি হয়েছে। Hero Passion মোট ১৮,৫৬০ ইউনিট বিক্রি হয়েছিল।