সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বৃহস্পতিবার থেকেই দক্ষিনেশ্বর মন্দির খু’ল’ছে সকলের জ’ন্য, ক’র’তে পা’র’বে’ন মায়ের দর্শন

বৃহস্পতিবার জগন্নাথের স্নানযাত্রা পর থেকেই আস্তে আস্তে খুলতে চলেছে দক্ষিণেশ্বরের মন্দির। সকাল ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা। সন্ধ্যা আরতির জন্য আরও একবার খোলা হবে বিকেল তিনটের সময়ে। তবে জমায়েত করা যাবেনা মন্দির চত্বরে। আপাতত সমস্ত নিয়মকানুন মেনেই সর্বোচ্চ কুড়িজন প্রবেশ করতে পারবেন মন্দির চত্বরে। গেটে শারীরিক পরীক্ষার পর তবে প্রবেশ করতে দেওয়া হবে দর্শনার্থীদের। সকাল এবং বিকেল মিলিয়ে মোট চার ঘণ্টা খোলা থাকবে মন্দিরের দরজা।

কোনভাবে মন্দিরে যাতে দর্শনার্থীদের ভিড় না তৈরি হয় তার জন্য কর্তৃপক্ষ সব সময় নজর রাখবে। প্রত্যেকদিন নিয়ম মেনে হবে পূজা-অর্চনা। করণার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে সমস্ত মন্দির আরো একবার বন্ধ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে চলেছে সবকিছু। ভক্তদের জন্য মঙ্গলবার খুলে গেছে কালীঘাট মন্দির। ইসকন মন্দিরে খুলেছে মঙ্গলবার। অন্যদিকে পুরীর মন্দির আপাতত বন্ধ থাকবে দর্শনার্থীদের জন্য। রথযাত্রার পুরীর মন্দিরে প্রবেশ করা যাবে না। তবে বেলুড় মঠ খোলার এখনো কোনো পরিকল্পনা শুনতে পাওয়া যায়নি।

এর মধ্যেই শুরু হয়ে গেছে অম্বুবাচী। সমস্ত নিয়ম মেনে পূজা অর্চনা করা হলেও কামাখ্যা মন্দিরে এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভক্তদের। গত বছরের মতো এই বছরে বন্ধ থাকবে সমস্ত মেলা। সবকিছু স্বাভাবিক হয়ে গেলে হয়তো আগামী বছর থেকে শুরু হতে পারে সমস্যা পূজা-অর্চনা এবং মেলা উৎসব।