সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’প’দে পড়লে জুতোই সংকেত পা’ঠা’বে! সৈয়দের আ’বি’ষ্কৃ’ত ডিভাইস India Books of Records-এ স্থান পেলো

এবার থেকে মহিলারা বিপদে পড়লে তাদের পায়ের জুতো বিপদের সম্পর্কে জানান দেবে। সম্প্রতি এরকমই এক জুতো বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ফরিদপুরের তিলাবনি গ্রামের বাসিন্দা সৈয়দ মোশারফ আনসারী।

এই যুবক আবিষ্কার করেছেন যা মহিলাদের পায়ে থাকলে বিপদের সময় ফোন এবং মেসেজ চলে যায় পরিবারের পাঁচ জনের কাছে। এই জুতোর মাধ্যমে ওই মহিলার লোকেশন জানতে পারবেন পরিবারের লোকেরা।

২৪ বছর বয়সে যুবক এশিয়া বুক অফ রেকর্ডস এবং ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডিসে নাম তুলেছেন। এবার দিনে মেডেল এবং সার্টিফিকেট পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন।

আরো পড়ুন: ভ’য়া’ন’ক তাপ! বেঁ’কে যা’চ্ছে রেললাইন, গলে যা’চ্ছে রাস্তার পিচ

ফরিদপুর ব্লকের ছোট্ট একটি গ্রামে মানুষ হয়েছেন মোশারফ আনসারী। তার এই আবিষ্কার গ্রামবাসীদের রীতিমতো অবাক করে দিয়েছে। ইলেকট্রনিক্সের জিনিসপত্রের উপর ছোটবেলা থেকেই তার বেশ আগ্রহ ছিল।

তার বাবা একটি বেসরকারি কারখানার শ্রমিক ছিলেন। একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন তিনি। বিভিন্ন খবরের কাগজ এবং টিভি চ্যানেলে মহিলাদের উপর নানা বিপদের খবর দেখে তিনি এরকম কোনো ডিভাইস আবিষ্কার করার কথা ভাবেন। এরপর তিনি এমন একটি ডিভাইস আবিষ্কার করেছেন যা মহিলাদের জুতার মধ্যে সহজেই রাখা যায়।