সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার Jio আনতে চলেছে স্যাটেলাইট নি’র্ভ’র ইন্টারনেট পরিষেবা, চা’প আরো বাড়লো Starlink-র

স্টারলিংক স্যাটেলাইট ব্রডব্যান্ড নিয়ে আসার খবর বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। নতুন বছরে এপ্রিল মাসে Starlink এর ব্রডব্যান্ড এর পরিষেবা দেওয়ার কথা থাকলেও তা এখন পিছিয়ে গেছে। কারণ ভারত সংস্থার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত সঞ্জয় ভার্গবকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই চলতি বছরে Starlink ব্রডব্যান্ডের পরিষেবা কবে থেকে শুরু হবে তার কোন নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

রিল্যায়েন্স জিওর মালিক মুকেশ আম্বানিও এবার টেক্কা দিতে চলেছেন। প্রতিদ্বন্দিতা শুরু করেছেন স্টারলিংক এবং ওয়ানওয়েবের মতো সংস্থার সাথে। তাই তিনিও স্যাটেলাইট নির্ভর ব্রডব্যান্ডের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। এখন কথা হচ্ছে, স্যাটেলাইট ভিত্তিক গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন লাইসেন্স মুকেশ আম্বানি যদি পেয়ে যান, তাহলে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য অবশ্যই ভালো খবর আসতে চলেছে।

জিও সংস্থা সূত্রের খবর, এই ব্রডব্যান্ডের নাম হবে JSCL। শোনা যাচ্ছে JSCL এর পরিষেবা সমস্ত সংস্থার থেকে আলাদা হবে। তবে এর প্রতিদ্বন্দ্বী থাকবে স্টারলিঙ্ক, ওয়ানওয়েব, প্রোজেক্ট কাইপরের মতো বড় বড় সংস্থাগুলি। তাই এখন শুধু GMPCS-র লাইসেন্সের অপেক্ষায় রয়েছে JSCL।

আরো পড়ুন: দেশের একমাত্র সুপারহিরো “শক্তিমান” ফি’রে আসছে ব’ড় প’র্দা’য়, অ’ধী’র আ’গ্র’হে অপেক্ষা করছেন ভক্তরা

মূলত প্রান্তিক এবং বিচ্ছিন্ন এলাকাতে JSCL সেলুলার ব্যাকবহল পরিষেবার সুবিধা দেবে। জিওর সাথে পাল্লা দিতে এয়ারটেল অধিকৃত ওয়ানওয়েব সংস্থা এরম পরিষেবা দিয়ে থাকবে বলে খবর। তারাও GMPCS-র লাইসেন্স আবেদন করতে দিয়েছে। যদিও লাইসেন্স তারা হাতে কবে পাবে, সে ব্যাপারে এখনও কোন খবর নেই।