সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

SBI-র থেকেও ফিক্সড ডিপোজিটে বে’শি সুদ দি’চ্ছে এই ব্যাংক, বিনিয়োগ করার আ’গে দেখে নিন

আরবিএল ব্যাংকের তরফ থেকে এবার শুরু করা হয়েছে নতুন স্মার্ট ডিপোজিট, যেখানে গ্রাহকরা প্রত্যেক মাসে নিয়মিত করে টাকা রেখে সঞ্চয় করতে পারে,এবং এই স্কিমের সবথেকে বড় ব্যাপার হলো ১ হাজার টাকা থেকেই এই বিনিয়োগ করা যেতে পারে ৫ লাখ টাকা পর্যন্ত।

এটি এক ধরনের স্থায়ী আমানত, এখানে আমানতকারীরা সমস্ত অফার উপভোগ করতে পারবেন। মাসে ন্যূনতম ১০০০ টাকা বিনিয়োগ করা যেতে পারে। এই স্কিমে সুদের হার অনেক বেশি। এবার আসুন জেনে নিই যে এই সিমে টাকা রাখলে আপনি ঠিক কত শতাংশ সুদ পাবেন।

এই বিনিয়োগ সম্পর্কে ব্যাংক জানিয়েছে, এটা আসলে এক ধরনের স্মার্ট ইনভেস্টমেন্ট টুল এখানে, গ্রাহকরা ১৫ মাসের স্থায়ী আমানত করলে ৭.৫৫ শতাংশ হিসেবে সুদ পাবে। প্রবীণ নাগরিকরা পাবেন ৮.০৫ শতাংশ সুদ অন্যদিকে পাবেন ৮.৩০ শতাংশ সুদ।

আরো খবর: এবছর বা’জে’টে কোন কোন জিনিসের দাম বা’ড়া’র সম্ভাবনা?

আরবিএল ব্যাংক অন্যান্য সরকারি ব্যাংক যেমন এসবিআই থেকেও বেশি সুদ দেবে যেখানে স্টেট ব্যাংক পাঁচ বছরের এফডিতে সুদ দেয় ৬.২৫ শতাংশ। সেখানে এই স্কিমের ক্ষেত্রে সুদ দেওয়া হবে ৭.৫৫ শতাংশ।

স্মার্ট ডিপোজিট এর ক্ষেত্রে যারা বয়স্ক নাগরিক যারা পাবেন ৮.০৫ শতাংশ সুদ। এই স্কিমে মাসিক টপ আপ করার সর্বনিম্ন টাকা হল ৫০ টাকা। যারা মাসিক সর্বত্র ১০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করে সম্ভব হবে এই স্কিমে। এই স্কিম করা যাবে সর্বনিম্ন ৬ মাস থেকে ৬০ মাস পর্যন্ত। বিশদে জানতে সরাসরি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন।