সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লোকালয়ে চিতাবাঘের হা’না, কোচবিহার জুড়ে আ’ত’ঙ্কে’র পরিবেশ

ফের বাঘের আতঙ্ক লোকালয়ে, বৃহস্পতিবার সকাল থেকেই বাঘের হানা লোকালয়, যার কারণেই দারুণ আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে। আজ বৃহস্পতিবার কোচবিহার জেলার এক ঘনবসতিপূর্ণ এলাকায় সকাল থেকেই বাঘের হানা। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন,সকালের দিকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায় সেই চিতাবাঘটিকে, তা ঠিক পরেই এলাকার একটি বাড়িতে ঢুকে পরে চিতাবাঘ। সাথে সাথেই বনদপ্তর এ খবর দেওয়া হয়, সময় নষ্ট না করে এলাকায় এসে পৌঁছায় বনদপ্তর এর কর্মীরা।

চিতাবাঘ টি কুচবিহার জেলার তিন নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় এসে পরে। স্থানীয়রা জানিয়েছে এই এলাকা সাধারণত অনেকটাই ঘনবসতিপূর্ণ, এরমধ্যে বাঘের প্রবেশ মানুষের মধ্যে ভয়ের পারদ চড়িয়েছে। সকাল থেকে এলাকার রাস্তায় দেখা গেলেও, মানুষের কোলাহলে চিতাবাঘ টি আতঙ্কিত হয়ে লুকোনোর চেষ্টা করে ও একটি বাড়িতে ঢুকে পড়ে।ইতিমধ্যেই এলাকার চারপাশ জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে, যেভাবেই হোক খাঁচাবন্দি করতে হবে চিতাবাঘটিকে।

রাস্তায় ঘুরতে থাকা চিতাবাঘ মানুষের ঠেলায় আরেকজনের বাড়ির মধ্যে ঢুকে পরার সাথে সাথে আতঙ্ক আরও চরমে ওঠে। বনদপ্তর কর্মীদের সাথে পুলিশও উপস্থিত হয়েছে এলাকায়, ১৪৪ ধারা জারি করা হয়েছে ইতিমধ্যেই। পুলিশ সেখানে এলাকা ফাঁকা করার কাজ করছে। এই ব্যাপার নিয়ে জয়দীপ কুন্ডু নামে একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ জানিয়েছেন, চিতাবাঘ নিজেই আতঙ্কিত হয়ে উঠেছে, যার কারণেই নিজেকে লুকানোর চেষ্টা করছে সে। এই মুহূর্তে মানুষের আনাগোনা একেবারেই উচিত না সেই এলাকায়।