সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক লা’ফে হাফ সেঞ্চুরি হাঁ’কি’য়ে দি’লো রান্নার গ্যাস, জেনে নিন সিলিন্ডারের নতুন দা’ম

ডোমেস্টিক সিলিন্ডারের মূল্যবৃদ্ধি একলাফে অনেকটাই , আর ঠিক সেই কারণেই মাথায় হাত সাধারণ মানুষের। আদও কি বাড়িতে চুলো জ্বলবে তাদের। একলাফে ৫০ টাকা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম, যা দারুণ বিপাকে ফেলেছে জনসাধারণকে।

তবে ডোমেস্টিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হলেও কর্য়াশিয়াল গ্যাসের দাম বৃদ্ধি হয়নি বরং সংস্হার তরফ থেকে সেই দাম কমানো হয়েছে কিছুটা। যদি ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম দেখা যায় সেটা ছিল ৯২৬ টাকা, আর ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২০৯৫ টাকা।

এবার সেই ১৪ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হল ৫০ টাকা। ২২ মার্চ এই গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়েই দারুন শোরগোল পরেছে। তবে ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ৮ টাকা কমিয়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন: এখনো মন কেমন কেমন ক’রে! রাজমিস্ত্রির পেশা ছাড়লেও ভু’ল’তে পারছেন না প্রেমিকাকে

আর সেই কারণেই ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম হল ২০৮৭ টাকা ও ১৪ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ৯৭৬ টাকা। শুধু কি গ্যাস সিলিন্ডার তা নয়, এর সাথে ২২ মার্চ জ্বালানি তেলের দায় বৃদ্ধি পেল কলকাতায়। লিটার প্রতি ৮৩ পয়সা করে বৃদ্ধি পেল ডিজেল ও পেট্রোল।