সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শিক্ষক ঠিকম’তো বাংলা জানেন না, ইংরেজি প’ড়া’তে চান না, বাঁকুড়ার স্কুলে অভিভাবকদের বি’ক্ষো’ভ

তিনি বাঁকুড়ার ওন্দা থানার চড়ুইকুড়া গ্রামের চড়ুইকুড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সেই শিক্ষক কিনা বাংলাই জানেন না। বাংলা বানানে অজস্র ভুল।

বিষয়টি নজরে আসতেই; গ্রামবাসীরা ওই শিক্ষককে স্কুল সরানোর দাবিতে সরব হলেন। শুধু তাই নয়। স্কুলের গেটে তালাও লাগিয়ে দিলেন তাঁরা। সোমবার এমন ঘটনা ঘটছে বাঁকুড়ার এই বিদ্যালয়ে।

শিক্ষকরা এদিনে স্কুলে বাইরেই দাঁড়িয়ে থাকেন। গ্রামবাসীদের অভিযোগ, স্কুলের শিক্ষক রাজীব কুমার একেবারে অযোগ্য। ভুল পড়ান। বাংলা বানান ভুল বলেন। বাংলা পড়তেও পারেন না।

আরো পড়ুন: ভাইরাল হলেন রাঁধুনি মাসি, মিড-ডে মিলের রান্না শে’ষ করার পর নিজ দা’য়ি’ত্বে পড়ুয়াদের অঙ্ক শেখান

বিষয়টি অনেকদিন আগেই অভিভাবকগদের নজরে এসেছিল। সেই সময়া তাঁরা ওই শিক্ষককে সরানোর দাবিও করেছিলেন। কিন্তু রাজীব কুমারকে সরানো হয়নি। তাই এই কঠিন পদক্ষেপ।

আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত না রাজীব কুমারকে সরানো হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে। তাদের সঙ্গে সহমত প্রধান শিক্ষক। তিনি জানান, ওই শিক্ষকের ব্যাপারে তিনি স্কুল পরিদর্শককে জানিয়েছিলেন। কিন্তু কোনও কাজ হয়নি। তবে রাজীব কুমারের দাবি, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।