সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২ বছরের কম ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সুদ দি’চ্ছে ৮.২৫ শতাংশ

আরবিআই (রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) ভারতের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। গত সপ্তাহে RBI রেপো রেট 25 বেসিস পয়েন্ট (বিপিএস) বাড়িয়েছে। ফলে রেপো রেট 6.25% থেকে বেড়ে 6.50% হয়েছে। সূত্রে খবর খুচরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কারণেই রেপো রেট বাড়ানোর হয়েছে।

রেপো রেট বাড়ানোর ফলে একদিন যেমন স্থায়ী আমানতের সুদের হার বেড়েছে অপরদিকে বেড়েছে লোন নেয়ার ক্ষেত্রে সুদের হারও। দেশের অন্যতম বেসরকারি ব্যাঙ্ক Induslnd ব্যাঙ্ক 2 কোটি টাকার কম স্থায়ী আমানতের ওপর সুদের হার বাড়িয়েছে।

সাধারণ নাগরিকদের জন্য সুদের হার 3.5-7% , বয়স্কদের জন্য 4-7.50% । 2 বছরের কম সময়ের জন্য ফিক্সড ডিপোজিটের সুদ 8.25% – IndusInd ব্যাঙ্ক সূত্রে খবর , 2 বছর থেকে 3 বছর 3 মাসের মধ্যে FD-তে সাধারণ মানুষকে 7.50 শতাংশ এবং বয়স্ক নাগরিকদের 8.25 শতাংশ হারে সুদ দিচ্ছে। 16 ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে,এই নতুন সুদের হার। 7-30 দিনের জন্য সুদ 3.50% এবং 31-45 দিনের জন্য 4% ।

আরো খবর: আজ রবিবার, জানুন কেমন কা’ট’বে সারাদিন, দেখুন রাশিফল (19.02.2023)

সময় সীমা সুদের হার

91-120 দিন 4.75%
121-180দিন 5%
211-269দিন 5.80%
270-354 দিন 6%
355-364দিন 6.25
1-1.5 বছর 7%
1.5-2 বছরের কম 7.25%
2-3 বছরের কম 7.50%