সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই সুন্দরীরা আ’স’লে সকলেই পুরুষ! এখানে ছো’ট থেকে ব’ড় সকল পুরুষরাই পড়েন মেয়েদের পোশাক!

ছেলেরা সাজের মেয়েদের পোশাকে এটাই নাকি ভারতের এই রাজ্যের ট্রাডিশন। শুধু বাঙালি নয় ভারতীয়দের বারো মাসে তেরো পার্বণ। বিভিন্ন উৎসবে নানান রকম নিয়ম-নীতি থাকে কোনটা আবার অদ্ভুত হয়ে থাকে। কেরলের শ্রীদেবী মন্দিরের প্রতিবছর পালন করা হয় এমনই এক অদ্ভুত উৎসব। কেরলের পুরুষরা এই উৎসবে অংশ নিয়ে থাকেন।

এই উৎসবে যোগ দেবার জন্য মানতে হয় কিছু নিয়ম বিধি যেমন কারোর দাড়ি গোঁফ কামিয়ে ফেলতে হয়।। আবার কেউ ভুরু প্লাগ করেন। কেউ আবার মেয়েদের মতন মেকআপ করেন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল অনেকে আবার শাড়ি পরেন।

যারা একান্তই শাড়ি পড়তে পারেন না তারা নানান রকম ছোট পোশাক পড়েন। সম্প্রতি ভারতীয় রেলের এক উচ্চ পদস্থ আধিকারিক অনন্ত রূপনাগুড়ি সমাজবদ্ধ একটি পোস্ট শেয়ার করেছেন এবং সেই উৎসবের কয়টা ঝলক শেয়ার করেছেন তিনি।

আরো খবর: UPI-তে লেনদেনের নিয়ম বদলে যাচ্ছে! কাদের দিতে হবে বাড়তি টা’কা? কাদের দিতেই হবে না?

তিনি জানিয়েছেন ছবিতে যাদের দেখতে পাচ্ছেন তারা আসলেই মহিলা সেজে রয়েছেন আদতে তারা পুরুষ। ছবিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি একটি খয়রি রঙের শাড়ি পড়েছেন হাতে রয়েছে পুজোর থালা। চড়া মেকআপ করেছেন তিনি ছোট লাল টিপ সুন্দর করে ভুরু এঁকেছেন।

গলায় পড়েছেন হাড় আর কানে ঝুমকো। এই উৎসবে ভক্তরা মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান এবং দেবী ভগবতীর কাছে প্রার্থনা করেন বলা হয় দেবী এক পুরুষের স্বপ্নে এসে মহিলাদের মতন সেজে আসেন।

সেই থেকেই এই প্রথা চলে আসছে বসন্তকালের শুরুতে কেরলের এই অঞ্চলের যুবকরা শাড়ি পড়ে বিভিন্ন রকম ভাবে সেজে হাতে পুজোর ডালা নিয়ে আসেন দেবীর পূজা-অর্চনা করতে।