সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টক্কর দে’বে 5G-কে, এবার দেশেই ল’ঞ্চ হ’বে নিজস্ব 5Gi

এবার থেকে টেলিকম সার্ভিস প্রোভাইডারগুলি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে মেনে চলবে 5Gi। টেলিকম সার্ভিস প্রোভাইডার এবং অন্য স্টেকহোল্ডাররা এই বিষয়ে সম্মতি হয়েছে। শুক্রবার 5Gi নিয়ে একটি বৈঠক ছিল। সেই বৈঠকেই এবিষয়ে সকলে সম্মতি জানিয়েছে। ওই বৈঠকে 5Gi কেও 5G-র মতো গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবিষয়ে বিস্তারিত জানিয়েছে Telecommunication Development Society of India (TSDSI)। TSDSI শুক্রবার একটি এই সংক্রান্ত বিবৃতি দেয়।

তাতে বলা হয়েছ, ” অনেক TSDSI সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাওয়া গেছে। এছাড়াও বিশ্বের বিভিন্ন মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি এবং অনেক অপারেটর কাছ থেকেও 5Gi এর বিষয়ে সহযোগিতা পাওয়া গেছে। এর ফলে 5G-র স্ট্যান্ডার্ডে 5Gi এর পরিষেবা দেওয়া যাবে।”

এই 5Gi একটি বিশেষ ধরনের টেলি কমিউনিকেশন প্রযুক্তি। এই প্রযুক্তির পরিকল্পনা করেছে Department of Telecommunication বা (DoT)। এবং পুরো বিষয়টি তৈরি করেছে Indian Institute of Technology মাদ্রাজ এবং IIT হায়দ্রাবাদ।

তবে এই প্রযুক্তি ব্যবহার করতে অনিচ্ছুক ছিল বেসরকারি মোবাইল প্রোভাইডারগুলি। তাদের তরফে এর বিরোধিতা করে জানানো হয়েছিল, তাদের কাছে শুধুমাত্র ভারতের জন্য এই প্রযুক্তি চালু করা বেশ সমস্যার। কারণ এই প্রযুক্তি চালু করার ফলে তাদের খরচ অনেকটাই বৃদ্ধি পাবে। কিন্তু 2021 সালের ডিসেম্বর মাসে 5G স্ট্যান্ডার্ডের একটি গ্লোবাল বডি এই সংক্রান্ত একটি বৈঠক করে। এবং বেসরকারি মোবাইল সার্ভিস প্রোভাইডারগুলি একটি শর্তে রাজি হয়। তা হল 5Gi-এর পরবর্তীতে আর কোনও আপডেট হবে না।