সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সবথেকে স’স্তা’য় Gold লোন দি’চ্ছে এই ৫ টি ব্যাংক, মা’ত্র ৭ শতাংশ সু’দ

মানুষ সোনা বা সোনার অলংকার বন্ধক রেখে ঋণ নেয় হঠাৎ করে টাকার প্রয়োজন হলে। যতক্ষণ না ঋণের টাকা পরিশোধ করা হয়, ততক্ষণ পর্যন্ত সোনা ব্যাংকের কাছে বন্ধক থাকে। লোন ক্লিয়ার হওয়ার পরেই ব্যাঙ্ক তার কাছে বন্ধক রাখা সোনা ফেরত দেয়। যে কোনও সময়ে একজন ব্যক্তি গোল্ড লোনের উপর নির্ভর করতে পারেন।

ব্যবসা সম্প্রসারণের জন্য, স্কুলের খরচ মেটাতে, চিকিৎসা জরুরি প্রয়োজনে বা কৃষি চাহিদা মেটাতে যদি হঠাৎ টাকার প্রয়োজন হয়, সে ক্ষেত্রে অনেকে গোল্ড লোন নিয়ে থাকেন। সোনার পরিবর্তে ঋণের অর্থ হল ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির দ্বারা প্রদত্ত একটি সুরক্ষিত ক্রেডিট সুবিধা, যা আপনাকে অর্থের বিপরীতে আপনার সোনার গয়না বা অলঙ্কারগুলি বন্ধক রেখে প্রয়োজম মতো টাকা পেতে সুযোগ করে দেয়৷

সোনার ঋণের সুদের হার প্রতিটি ব্যাংকে আলাদা হয়। এছাড়াও, ব্যাঙ্ক বেছে নেওয়ার আগে সুদের হার অবশ্যই পরীক্ষা করে নেওয়া উচিত। আপনার যদি গোল্ড লোন নেওয়ার থাকে, তাহলে সবার আগে সুদের হার দেখবেন।

আরো খবর: দারুণ খবর, এবার এই ১০ দেশের অনাবাসী ভারতীয়রাও UPI দিয়ে টা’কা পা’ঠা’তে পারবেন, রইলো কোড

স্টেট ব্যাঙ্ক- গোল্ড লোনের সুদের হার ৮.৩০ শতাংশ, প্রসেসিং ফি লোনের মোট অঙ্কের ০.৫০ শতাংশ+GST।

পাঞ্জাব ও সিন্ধু ব্যাঙ্ক- গোল্ড লোনের সুদের হার ৮.৪০ শতাংশ থেকে ৮.৯০ শতাংশ।

ইন্ডিয়ান ব্যাঙ্ক- গোল্ড লোনের সুদের হার ৭ শতাংশ (ফ্লোটিং), প্রসেসিং ফি লোনের মোট অঙ্কের ০.৫৬ শতাংশ।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- গোল্ড লোনের সুদের হার ৮.১০ শতাংশ থেকে ৮.২০ শতাংশ, প্রসেসিং ফি লোনের মোট অঙ্কের ০.৫০ শতাংশ।

ইউকো ব্যাঙ্ক- গোল্ড লোনের সুদের হার ৮.৫০ শতাংশ, প্রসেসিং ফি ২৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা।