সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দারুণ খবর, এবার এই ১০ দেশের অনাবাসী ভারতীয়রাও UPI দিয়ে টা’কা পা’ঠা’তে পারবেন, রইলো কোড

অনাবাসী ভারতীয়রা এবার ইউপিআই (UPI) লেনদেনের ক্ষেত্রে বড় সুবিধা পেতে চলেছেন । ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, এবার থেকে ভারতীয় নম্বর ছাড়াই ইউপিআই লেনদেন করতে পারবেন অনাবাসী ভারতীয়রা।

সেই সুবিধা প্রাথমিকভাবে ১০ টি দেশের ক্ষেত্রে চালু করা হচ্ছে। এনপিসিআইয়ের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শীঘ্রই ইউপিআইয়ের মাধ্যমে নিজেদের নন-রেসিডেন্ট এক্সাটার্নাল এবং ইন্টারন্যাশনাল নম্বরের মধ্যে টাকা ট্রান্সফার করতে পারবেন অনাবাসী ভারতীয়রা।

প্রাথমিকভাবে ১০ টি দেশের অনাবাসী ভারতীয়রা সেই সুযোগ পাবেন। সেই পরিস্থিতিতে আগামী ৩০ এপ্রিলের মধ্যে সদস্যদের সেই নির্দেশিকা পালন করতে বলেছে এনপিসিআই।

আরো খবর: আজ বৃহস্পতিবার, জানুন দিনটি কতটা শুভ আপনার জন্য, রইলো রাশিফল (12.01.2023)

এনপিসিআইয়ের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, ওমান, সৌদি আরব, সিঙ্গাপুর, আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন এবং কাতারের অনাবাসী ভারতীয়রা সেই সুযোগ পাবেন।

১) অস্ট্রেলিয়া: +61

২) কানাডা: +1

৩) হংকং: +852

৪) ওমান: +968

৫) সৌদি আরব: +966

৬) সিঙ্গাপুর: +65

৭) আমেরিকা: +1

৮) সংযুক্ত আরব আমিরশাহি: +971

৯) ব্রিটেন: +44

১০) কাতার: +974