সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তীব্র রোদেও ছা’য়া পড়ছে না মানুষের! আ’তংক মুম্বই জু’ড়ে

পৃথিবীতে এমন কোনো জিনিস নেই বা এমন কোনো প্রাণী নেই, যাদের ছায়া পরে না ।সকলের ছায়া আছে, জীবন্ত মানুষের ছায়া আছে। ছায়া নেই কেবল মৃত মানুষের। কিন্তু সম্প্রতি একটি ঘটনা এই ধরনের তত্তক একেবারে ভুল প্রমাণিত করেছে।

যা মানুষের মনে আতঙ্ক পর্যন্ত সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে খোদ মুম্বাই শহরে, আজ্ঞে হ্যাঁ আপনারা শুনে হয়তো বিশ্বাস করতে পারবেন না। কিন্তু ঘটনা সত্যি, গত সোমবার ভরদুপুরে মাথার ওপর গনগনে সূর্য থাকা সত্ত্বেও কিছুক্ষণের জন্য ছায়া পড়েনি মাটিতে। এ কেমন ভয়ঙ্কর ব্যাপার? তাহলে কি খুব শীঘ্রই আসতে চলেছে কোনো প্রাকৃতিক দুর্যোগ?

মুম্বাই শহরে দুপুর ১২ টা ৩৫ মিনিট, ঠিক সেই সময় সেখানে অবস্থান করা পশুপাখি মানুষজন গাছপালা কোনো কিছুর ছায়া মাটিতে পড়ে নি। শুনে আতঙ্কিত হওয়ার কিছুই নেই, কারণ এর নাকি রয়েছে একটি বৈজ্ঞানিক যুক্তি।

আরো পড়ুন: খাসির মাংস বলে কুকুরের মাংসের বিরিয়ানি বি’ক্রি করে বহু সম্পত্তির মালিক! অবশেষে গ্রে’ফ’তা’র

বিজ্ঞানের ভাষায় একে বলা হয় জিরো শ্যাডো ডে। এই ঘটনা বছরে কোন একটি নির্দিষ্ট জায়গায় দুইবার পর্যন্ত ঘটতে পারে। শুনে আপনার ভৌতিক ও অলৌকিক ঘটনার মতো মনে হলেও, আসলে এটা হয়েছে বিজ্ঞানের কারণেই।

এই নিয়ে হয়তো অনেকেই অনেক মত পোষণ করবেন তবে, অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার পাবলিক আউটরিচ অ্যান্ড এডুকেশন কমিটির মতে, এই জিরো শ্যাডো ডের পেছনে কারণ হিসেবে রয়েছে অক্ষাংশ দ্রাঘিমাংশ এর অবস্থান।

+২৩.৫ এবং -২৩.৫ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্হান করলে সেটা জিরো শ্যাডো দিবসের সাক্ষী হতে পারে। কারণ আমরা সবাই জানি পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে ৬৬.৫ ডিগ্রী কোণে হলে রয়েছে। তাই যে জায়গাগুলি +২৩.৫ এবং -২৩.৫ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত সেখানে সূর্য দিনের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছালে অদৃশ্য হতে পারে ছায়া।।