সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চুলে জল লাগলেও ভে’জে না, আবার আঁচড়ানোরও যায় না! বি’র’ল রো’গে আ’ক্রা’ন্ত এই শিশু

আনকম বাবল হেয়ার সিনড্রোম এমন একটি রোগ যেখানে ব্যক্তির চুল সজারুর মত হয়ে যায়। অ্যালবার্ট আইনস্টাইনের এই রোগ ছিল বলে মনে করা হয়। এ রোগে আক্রান্ত হতে দেখা যায় এক মার্কিন শিশু লকলান কে।

জন্মের পর থেকে লকলানের চুলগুলি এমন হতে দেখে ভয় পেয়ে যায় তারা মা বাবা।গবেষণা অনুসারে মাত্র 10 শতাংশ মানুষের এই রোগ হয়।লকলানের মা বাবা জানায় তার ছেলের চুলে জল দেওয়ার পরও চুলগুলো সোজা হয়ে থাকে। এমনকি চিরুনি দিয়েও চুল আঁচড়ানো সম্ভব হয় না।

এইরূপ অবস্থায় তার মা-বাবা ডাক্তারের কাছে নিয়ে যায়।ডাক্তার জানায় তার 19 বছর ডাক্তারী জীবনে এমন ঘটনা খুবই কম দেখেছেন।তিনি আটলান্টা প্রদেশে চুল পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেন। সেখানে গবেষকরা এই চুল শনাক্ত করে জানায় তার এই রোগটি রয়েছে। এটি খুবই আনকমন একটি রোগ।

আরো পড়ুন: মোদি সরকারের শা’স’নে পাক উ’স্কা’নি’র ক’ড়া জ’বা’ব দেবে ভারত, মার্কিন গোয়েন্দা রি’পো’র্টে দাবি

তারা জানায় pad13, tgm3 এই ভিটামিনের অভাবে রোগ হয়। এই রোগের চুল খুব সাবধানে যত্ন করতে হয়।তবে গবেষকরা জানিয়েছেন এই রোগের জন্য শরীরে অন্য কোন অংশ ক্ষতিগ্রস্ত হয় না।

অন্যদিকে লকলানের বিখ্যাত চুলের জন্য স্থানীয় বাসিন্দাদের কাছে সে ফেমাস হয়ে যায়।লোকজন এসে তার সঙ্গে সেলফি তোলে । তার মা জানায় প্রথমে কিছুটা উদ্বিগ্ন হলেও চিকিৎসকের কথায় তার ভয় কিছুটা কমে। চিকিৎসকরা জানিয়েছেন 6 থেকে 12 বছরের মধ্যে এর এ রোগটি হতে দেখা যায়।