সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘর আর ঘ’র থাকছে না! মেসির স্মৃ’তি’কে ধ’রে রাখতে অভিনব কৌ’শ’ল কাতারের

আর্জেন্টিনা ৩৬ বছর পর ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণ হয়েছে লিওনেল মেসির। টাইব্রেকারে বাজিমাত করে যায় আর্জেন্টিনা। ৪-২ ব্যবধানে ফ্রান্সকে পরাস্ত করে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

লিওনেল মেসি সহ গোটা আর্জেন্টিনীয় দল কাতার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিল । আর সেই বিশ্ববিদ্যালয়ের যে ঘরে ছিলেন স্বয়ং লিওনেল মেসি, সেই ঘরটি বদলে ফেলা হবে ছোটখাটো মিউজিয়ামে।

প্রচারমাধ্যম এল গ্রাফিকো এমনটাই জানিয়েছে। আর্জেন্টিনীয় জাতীয় দল যেসব রুমে ছিলেন, তাঁর ফটো সিরিজ প্রকাশ করেছে কাতার বিশ্ববিদ্যালয়। একাধিক ছবি প্রকাশ করেই জানানো হয়েছে মেসি যে রুমে ছিলেন সেই বি-২০১ রুম বদলে ফেলা হবে প্রদর্শনীশালায়।

আরো খবর: রাজ্য’জু’ড়ে শুধুই কুয়াশা, জাঁ’কি’য়ে শীত পড়েছে উত্তরবঙ্গ জু’ড়ে, কলকাতার আবহাওয়ার খ’ব’র কি?

তবে সেই মিউজিয়াম একই কমপ্লেক্স থেকে নাকি অন্য কোনও স্থান থেকে পরিচালনা করা হবে, তা জানানো যায়নি। কোনও নামি পাঁচতারা হোটেল নয়, বিশ্বকাপে দুবাইয়ের বিশ্ববিদ্যালয় চত্ত্বরে আস্তানা গেড়েছিল আর্জেন্টিনীয় স্কোয়াড।

এর আগে ডেইলি মেইল-এর প্রতিবেদনে বলা হয়েছিল, পাঁচতারা অভিজাত হোটেলের বদলে কাতার ইউনিভার্সিটিতে মেসিদের ঘাঁটি গাঁড়ার উদ্দেশ্য ছিল যাতে নিজেদের ঐতিহ্যবাহী বিফ বার্বিকিউ বানানো যায় ইচ্ছামত।

আর্জেন্টিনা থেকে সেই কারণেই টন টন প্যাকেটজাত গো-মাংস নিয়ে আসা হয়েছিল। একদম প্রথাগত আর্জেন্টিনীয় স্টাইলে যাতে রান্না করা হয়, তা দেখভাল করার জন্য শ্যেফও নিয়ে এসেছিলেন মেসিরা।