সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্য’জু’ড়ে শুধুই কুয়াশা, জাঁ’কি’য়ে শীত পড়েছে উত্তরবঙ্গ জু’ড়ে, কলকাতার আবহাওয়ার খ’ব’র কি?

এবার কুয়াশার দাপট রাজ্যজুড়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে সব দাপট কোথাও হালকা মাঝারি আবার কোথাও ঘন কুয়াশায় আচ্ছন্ন। আজ কলকাতা তাপমাত্রা স্বাভাবিক থেকে ৭ ডিগ্রি উপরে। তাহলে কি এবার শীতের দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে? আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনো কোনো বার্তা দেওয়া হয়নি।

কিন্তু কুয়াশাচ্ছন্ন পরিবেশ সর্বত্র থাকায় শীতের আমেজ অনুভব হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথেই কুয়াশা তেমন একটা দেখা যায় না, তবে রোদের দাপট এখনই তেমন একটা নেই। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই যার কারণে তাপমাত্রা বেশি কম না হলেও স্বাভাবিক।

গত সোমবার থেকে তাপমাত্রা কুড়ি ডিগ্রির উপরে বিরাজ করছে কলকাতায়, যেটা কিনা স্বাভাবিকের থেকে ৪° উপরে। এবার এই সমস্ত পরিস্থিতির মধ্যেও শীত পিপাসু মানুষদের জন্য রয়েছে ভালো খবর, আজ রাত থেকেই উত্তরের হাওয়া বইতে শুরু করবে যার কারণে শীতের নতুন স্পেল শুরু হবে বলে মনে করা হচ্ছে।

আরো খবর: Google Pay-PhonePe থেকে দিনে কতবার Transaction করা যায়?

বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত তাপমাত্রা কমবে অনেকটাই কিছুটা বর্ষ শেষে ছোট্ট একটা উপহার দিয়ে যাবে আমাদের। এদিকে আবার উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা আসার কথা শোনা যাচ্ছে, স্বাভাবিকভাবেই যার কারণে শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে পশ্চিমী ঝঞ্ঝা।

স্বাভাবিকের থেকে তাপমাত্রা একটু বেশিই থাকবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে । তাছাড়া দৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন এলাকায়।