সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গত ৪ বছরে সাম্প্রদায়িক দা’ঙ্গা হয়েছে ৩৩৯৯ টি, সংসদে বললেন কেন্দ্রীয় মন্ত্রী

2016 সাল থেকে 2020, তারা চার বছরে মোট 3399 সাম্প্রদায়িক অথবা ধর্মীয় দাঙ্গার ঘটনা ঘটেছে গোটা দেশজুড়ে। সম্প্রতি স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর নিত্যানন্দ রাই এই তথ্য তুলে ধরেছেন। কংগ্রেস সাংসদ শশী থারুর এবং বিজেপি সাংসদ চন্দ্র প্রকাশ যোশীর প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই উত্তর দিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলিতে দেশে সংঘটিত দাঙ্গা এবং গণধোলাইয়ের রেকর্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। কেন্দ্রের কাছে সাম্প্রতিক বছরগুলিতে ঘটে যাওয়া দাঙ্গা এবং গণধোলাইয়ের রিপোর্ট রয়েছে কিনা সেই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর প্রতিবেদন উদ্ধৃত করে এই তথ্য সরবরাহ করা হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে 2020 সালে 857 টি সাম্প্রদায়িক ধর্মীয় দাঙ্গার মামলা নথিভুক্ত হয়েছে। 2019 সালে 483 টি ঘটনা ঘটেছিল।

আরো পড়ুন: “দামে ক’ম খে’তে ভালো”, নীল রঙের আলু চাষ ক’রে সব কৃষকদের চ’ম’কে দিয়েছেন এই ব্যক্তি

2018 সালে 552, 2017 সালে 723, 2016 সালে 869টি দাঙ্গার ঘটনা ঘটেছে গোটা দেশজুড়ে। এছাড়াও লিখিতভাবে জানানো হয়েছে ২০২০ সালে ৫১ হাজার ৬০৬টি, ২০১৯ সালে ৪৫ হাজার ৯৮৫টি, ২০১৮ সালে ৫৭ হাজার ৮২৮টি, ২০১৭ সালে ৫৮,৮৮০টি এবং ২০১৬ সালে ৬১ হাজার ৯৭৪টি দাঙ্গার মামলা নথিভূক্ত রয়েছে।

এর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়ে দিয়েছেন এন সি আর বিতে গণপিটুনি সম্পর্কিত আলাদা তথ্য সংরক্ষিত থাকে না।সরকারের ভূমিকা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন বর্তমান ফৌজদারি আইন গুলিকে ব্যাপকভাবে পর্যালোচনা করে এবং তার সমসাময়িক আইন-শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে প্রাসঙ্গিক করে তোলার পাশাপাশি সমাজের দুর্বল অংশগুলিতে দ্রুত বিচার পৌঁছে দেওয়া ও নাগরিক কেন্দ্রিক আইনি কাঠামো তৈরিই কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য।