সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিরাট কিন্তু সু’ন্দ’র দেখতে ফুল থেকে বে’র হচ্ছে প’চা মাংসের গ’ন্ধ! ভি’ড় উৎসুক জনতার

বিরাট ফুল থেকে ঝাঁঝালো পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। সেই গন্ধ এমনই যে আশেপাশে টিকে থাকা দায়। তবুও গন্ধ উপেক্ষা করে আশ্চর্য ফুল চাক্ষুষ দেখার জন্য হ্যালোইনের দিন ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো বোটানিক্যাল গার্ডেনে ভিড় জমালেন দর্শকরা।

এই বিরলতম ফুল গাছের নাম কর্পস প্ল্যান্ট। যার বিজ্ঞানসম্মত নাম ‘অ্যামোরফোফালাস টাইটানাম’ (Amorphophalls Titanum)। এই ফুল থেকে নিঃসৃত দুর্গন্ধে গাছের আশেপাশে যাওয়া যায়না। অনলাইনে ফুলের মত এই ফুল নিয়মিত ফোটে না।

Tickets sold out to see corpse plant which is only blooms for 48 hours

ফুলের উচ্চতা প্রায় 12 ফুট। পচা মাংসের গন্ধের জন্য ফুলে প্রতি আকৃষ্ট হয় ক্যারিয়ান বিটলস, ফ্লেশ ফ্লাইয়ের মতো একাধিক পতঙ্গ। ফুলের পরাগ সংযোগের কাজ করে তারা। এই দুর্গন্ধযুক্ত ফুল দেখার জন্য সাধারণ মানুষের মধ্যে উৎসাহের অন্ত নেই। প্রায় এক দশক আগে ফুটেছিল এমন ফুল। সেবার যেমন বোটানিক্যাল গার্ডেনে ভিড় উপচে পড়ছিল এবারের চিত্রটাও ঠিক তেমনি।

হ্যালোইন শুরু হওয়ার আগেই বিক্রি হয়ে গিয়েছিল 5000 টিকিট। বিপন্ন প্রায় উদ্ভিদের মধ্যেও তালিকাভুক্ত রয়েছে এই গাছ। এই পৃথিবীতে আর মাত্র হাজারখানেক এমন গাছ বেঁচে আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।