সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যে চে’ম্বা’রে CBI হা’না

বেশ কিছুদিন আগেই এসএসসি নিয়ে দূর্নীতির জন্য ইডি গ্রেফতার করেন এই রাজ্যের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ট বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। তাঁর ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণে কেজি কেজি সোনা ও কোটি কোটি টাকা উদ্ধার করেন ইডি আধিকারিকরা। আর সেই কারণেই তারা আজ জেলে বন্দী রয়েছে। এই ঘটনার কয়েকদিন পরই বীরভূমের তৃনমূল সাংসদ অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেন সিবিআই। তিনি গোরু পাচার কাণ্ডে গ্রেফতার হন।

তবে এবার সিবিআই – নজর দক্ষিণবঙ্গ ছাড়িয়ে এবার উত্তরবঙ্গে। এবার শিলিগুড়িতে পৌঁছোল সিবিআই – এর টিম। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে ও অফিসে আচমকাই সিবিআই হানা দিয়েছে। একটা ১০-১২ জন সদস্যের দল সহ হানা দিয়েছে সিবিআই। সূত্র মারফত জানা যাচ্ছে যে, এসএসসি দুর্নীতির তদন্তে নেমে এবার শিলিগুড়ি অভিযান চালাচ্ছে সিবিআই। সিবিআইয়ের টিম দুটি দলে ভাগ হয়ে যায়। একটি দল যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। অপর দলটি যায় তাঁর আবাসনে।

এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের সঙ্গে কথা বলতেই এদিন তাঁর আবাসনে ও অফিসে পৌঁছে যায় সিবিআইয়ের টিম। সুবীরেশ ভট্টাচার্যের সঙ্গে কথাও বলছেন তাঁরা।সাধারণত শিক্ষা কেন্দ্রে তদন্ত করতে যাতে কোনো বিতর্ক বা সমস্যার মধ্যে না পড়তে হয় সেই কারণে যাবতীয় পদক্ষেপ নিচ্ছেন তাঁরা। এছাড়াও সুবীরেশ ভট্টাচার্যের কলকাতার বাঁশদ্রোনীর ফ্ল্যাটেও সিবিআই -এর এক দল যায়। এবং সেই ফ্ল্যাট বর্তমানে সীল করে দেওয়াও হয়েছে বলে জানা যাচ্ছে।

আরো পড়ুন: ইনি কে? মহিলা চরিত্রে নওয়াজউদ্দিনকে চেনাই মু’স্কি’ল, দেখুন ভিডিও

আর এই সীল করার কারণেই সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বাড়ছে। তাহলে কি এই উপাচার্যের বাড়ি থেকেও কিছু তথ্য মিলবে? এমন অনেক প্রশ্নই অনেকের মাথায় ঘুরছে।তবে সবটাই বোঝা যাবে তদন্তকারীদের তদন্তে কি উঠে আসে সেটা দেখার পরে। ইনিও কি এসএসসি কাণ্ডে অভিযুক্ত নাকি নন সবটাই।