সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রেনের মিডল বার্থ নি’য়ে রেলের আলাদা নিয়ম আছে, সফরকালে ঝা’মে’লায় জ’ড়ি’য়ে পড়ার আ’গে জেনে নিন

বর্তমান সময়ে ট্রেনে যাতায়াতের আগে রেল যাত্রীদের রেলের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জানা খুবই জরুরি। ভুল সময়ে টিকিট চেকিং এড়াতে এবং সিট নিয়ে যাত্রীদের মধ্যে ঝগড়া এড়াতে ট্রেনে এই নিয়মগুলি গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, রেলওয়ে টিকিট পরীক্ষক অর্থাৎ টিটিই-এর জন্য রেলওয়ে কিছু নিয়মও তৈরি করেছে, যার কারণে যাত্রীরা রাতে যাত্রার সময় স্বস্তি পান।

বর্তমান সময়ে ট্রেনে যাতায়াতের আগে রেল যাত্রীদের রেলের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জানা খুবই জরুরি। ভুল সময়ে টিকিট চেকিং এড়াতে এবং সিট নিয়ে যাত্রীদের মধ্যে ঝগড়া এড়াতে ট্রেনে এই নিয়মগুলি গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, রেলওয়ে টিকিট পরীক্ষক অর্থাৎ টিটিই-এর জন্য রেলওয়ে কিছু নিয়মও তৈরি করেছে, যার কারণে যাত্রীরা রাতে যাত্রার সময় স্বস্তি পান।

কিন্তু নিয়ম না জানা থাকলে কিন্তু আপনি আনন্দের সফর মাটি হতে পারে কয়েক মুহূর্তেই। যাত্রার সময় মিডল বার্থ পাওয়ার ক্ষেত্রে, কিছু বিষয়ে সচেতন থাকা আপনার জন্য বাধ্যতামূলক। নিচু বার্থের যাত্রীরা প্রায়ই গভীর রাত পর্যন্ত বসে থাকেন। এমন পরিস্থিতিতে, রেলের মধ্যম বার্থের ক্ষেত্রে রেলের নিয়মগুলি আলাদা, ভ্রমণের সময় খুব কম লোকই তাদের অধিকার এবং রেলের নিয়ম সম্পর্কে সচেতন থাকেন।

তবে, এই নিয়মগুলি দারুণ কাজে লাগে কোনও কোনও সময়। অথচ তা না জেনেই যাত্রীরা অনেক ক্ষেত্রে প্রতারিত হন। বহু মানুষ নিয়মিত ভাবে দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন। অনেক সময় সিট নিয়ে যাত্রীদের নিজেদের মধ্যেকার ঝঞ্জাট এড়াতে ও TTE-র হাতে নাজেহাল হতে না চাইলে এই নিয়মগুলি জানা গুরুত্বপূর্ণ। নইলে সফরের মাঝেই অহেতুক বিপদ হতে পারে।

আরো পড়ুন: জিওম্যাগনেটিক ঝ’ড় ধে’য়ে আসছে সূর্য থে’কে! আজই পৃথিবীতে খে’তে পা’রে ধা’ক্কা!

মিডল বার্থের জন্য রেলের নিয়ম প্রয়াশই দেখা যায়, দিনের বেলা ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই কোনও ব্যক্তি মিডল বার্থ খুলে শুয়ে পড়ছেন। ফলে ভোগান্তির মধ্যে পড়তে হয়, নীচে থাকা যাত্রীকে। রেলের নিয়ম বলছে, কোনও মিডল বার্থে থাকা যাত্রী রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিজের বার্থে ঘুমাতে পারেন।

রাত ১০টার আগেই যদি কোনও ব্যক্তি মিডল বার্থ খুলতে চান, তবে তাঁকে TTE বিরত করতে পারেন। একই ভাবে সকাল ৬টার পর এই বার্থ খুলে দিতে হবে, যাতে যাত্রীরা নীচে বসতে পারেন।

আরো পড়ুন: ডিম ভাঙার প’র এই রং যদি চো’খে পড়ে ত’বে সাবধান হ’য়ে যান! খেলেই বি’প’দ ঘ’টে যেতে পারে

বিশেষজ্ঞদের একাংশ প্রকৃতপক্ষে রেলের এই নিয়মকে অত্যন্ত জরুরি বলেই দাবি করেন। কারণ, স্বাভাবিক ভাবে বেশিরভাগ মানুষই রাত ১০টার পর থেকে ঘুমিয়ে পড়তে শুরু করেন। তাই মিডল বার্থে থাকা যাত্রীকে রাত ১০টার পর বার্থ খুলে শুয়ে পড়ার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে, সকাল ৬টা পর্যন্ত ঘুমকে যথেষ্ট মনে করা হয়, তাই তারপর বার্থ খুলে ফেলার নিয়ম রয়েছে।