সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গ্রুপ-ডি নি’য়ো’গ নিয়ে রি’পো’র্ট পে’শ আদালতে, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ব’ড়ো খবর

সরকারি চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়ে গত কয়েকদিন থেকে দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সোমবার কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি নিয়োগ একটি রিপোর্ট পেশ করা হল বিচারপতি রঞ্জিত কুমার বাগের কমিটির দ্বারা।

সেখানে উল্লেখ করা রয়েছে, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অনুমতিতে তৈরি ৫ সদস্যের উপদেষ্টা কমিটি বেআইনি। তবে এর সাথে রাজ্য সরকারের সম্পর্ক আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এখানেই শেষ নয় রিপোর্টে আরও বিস্ফোরক কয়েকটি মন্তব্য করা হয়েছে।

বলা হয়েছে, এই দুর্নীতির সাথে যুক্ত সরাসরিভাবে কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তি প্রসাদ সিংহ।তাদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারির দণ্ডবিধি অনুসারে ৪২০, ১২০ বি ধারায় এফআইআর দায়ের করা উচিত।

আরো পড়ুন: পাক প্রধানমন্ত্রী প’দে বসার আগেই কাশ্মীর স’ম’স্যা’র সমাধান চে’য়ে বা’র্তা শাহবাজের

এদিকে আবার শান্তি প্রসাদ সিংহ ও সমরজিৎ আচার্য্যের নামে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি অনুসারে ৪৬৫, ৪১৭, ৪৬৮ এবং ৩৪ নম্বর ধারায় এফআইআর দায়ের করা উচিত।

নামের তালিকা এখানেই শেষ হচ্ছে না, তাছাড়া সৌমিত্র সরকার, অলোক কুমার সাহা, সমরজিৎ আচার্যের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা উচিত। চেয়ারম্যানকে অন্ধকারে রেখে সুপারিশ পত্র দেওয়া হতো বলে অভিযোগ করা হয়েছে এই রিপোর্টে।

তাছাড়া মোট ৬০৯ টি সুপারিশ পত্র দেওয়া হয়েছিল, যার জন্য ছিল আলাদা রেজিস্টার। এই সমস্ত কারণের জন্য স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, স্কুল সার্ভিস কমিশনের অপর এক প্রাক্তন চেয়ারম্যান শর্মিলা মিত্র, এসএসসি-র আধিকারিক মহুয়া বিশ্বাস, শুভজিৎ চট্টোপাধ্যায় ও শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা উচিত।

এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা উচিত। জানা যায় নিয়োগপত্র ছাড়ার জন্য নির্দেশ দেয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়। নিয়োগপত্র গুলি পর্ষদের অফিস থেকে না দিয়ে দেওয়া হয় এসএসসির নতুন ভবন থেকে।।