সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্ত্রী আমার উপর চিৎকার করছিলো, রা’গে প্লেন থেকে সমুদ্রে ফে’লে দিই, ৩০ বছর পর স্বী’কা’র স্বামীর

নিউয়র্কের এক প্রাক্তন প্লাস্টিক সার্জন ১৯৮৫ সালে তাঁর স্ত্রীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়। নিউয়র্কের এই প্রাক্তন প্লাস্টিক সার্জন তার স্ত্রীকে খুন করে বিমান থেকে ফেলে দেয় । ৩০ বছরে ধরে এই সত্যি লুকিয়ে রেখেছিল সে।

সে ৩০ বছর ধরে নিজেকে নির্দোষ বলে দাবি করে। এই প্রাক্তন প্লাস্টিক সার্জনের নাম রবার্ট বিরেনবাম, যিনি একজন অভিজ্ঞ পাইলটও। সে তার স্ত্রী গেইল কাটজকে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি বিমান থেকে ফেলে দেয়।

রবার্ট বিরেনবাম পরে জানিয়েছেন,” তখন আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে জানতাম না। স্ত্রী আমার ওপর রাগারাগি করছিল। তাই স্ত্রীকে খুন করে দেহ ফেলে দিই”

জানা যায়, সে একজন সাইকোপ্যাথ। ওই দম্পতির এক বন্ধু জানান, “আমি হতবাক হয়ে গিয়েছিলাম কারণ আমি সবসময় ভাবতাম যে এমন দিন আর আসবে না যে সে তাঁর স্ত্রীকে হত্যা করবে।”