সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্নাতকে ৪৫ শতাংশ নম্বর নি’য়ে পা’শ করা প্রার্থীরাও TET-এ ব’স’তে পারবেন

প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে রাজ্যে অনেক জলঘোলা হয়েছে, একদিকে যেমন আন্দোলনকারীরা তাদের দাবি রাখার কথা বলছে, বয়স সীমা বাড়িয়ে দেওয়ার কথা বলছে। আবার অনেকে নম্বরের ব্যাপারের আবেদন করছে।

তাই এবার পর্ষদের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হল ৪৫% নম্বর থাকলেও টেট পরীক্ষায় বসতে পারবেন, জেনারেল দের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে, যেটা একটা সময় ৫০% নম্বর ছিল।

রিজার্ভ ক্যাটাগরিতে জেনারেলের থেকে ৫% কম নম্বর পেলেও তারা আবেদন করতে পারবে, আগে ৪৫% ছিল এবার তারা ৪০% নম্বর পেলেও টেট পরীক্ষার আবেদন করতে পারবে।

আরো পড়ুন: দিল্লিকে গ্যাস চেম্বার করেছেন, দূ’ষ’ণ’কে হাতিয়ার করে কেজরিওয়ালকে ক’টা’ক্ষ কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর

তবে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে ২০১০ সালে ২৩ অগস্টের আগে যারা স্নাতক সহ বি এড করেছেন তারাই রিজার্ভ ক্যাটাগরিতে পরীক্ষা দিতে পারবেন। ১১ হাজারের বেশি শূন্যপদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে, যার পরীক্ষা হওয়ার কথা ১১ ই ডিসেম্বর।