সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশে প্রা’য় ২০ হাজার শিশু রাস্তায় দিন কা’টা’য়, ত’থ্য তুলে ধ’র’লো মোদি সরকার

” বাল স্বরাজ পোর্টাল ” এর তথ্য থেকে জানা গেছে , কোন রকম সরকারি সাহায্য ছাড়া শিশুরা দিনের পর দিন রাস্তায় কাটিয়ে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে। গৃহহারা শিশুর সংখ্যা ৮৮২ টি । ” কেন্দ্রীয় পোর্টাল “এর তথ্য থেকে জানা গেছে দেশে মোট গৃহহারা শিশুর সংখ্যা ১৯ হাজার ৫৪৬ টি । তাদের মধ্যে অনেকেরই পরিবার রয়েছে , অন্যদিকে কেও আবার একেবারেই অনাথ । এই পথশিশুর তালিকায় প্রথম স্থানে রয়েছে বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র , পথশিশুর সংখ্যা আনুমানিক ৫ হাজার ১৫৪ টি ।

দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট । এখানেও শাসন চালাচ্ছেন বিজেপি সরকার । এখানে পথ শিশুর সংখ্যা ১ হাজার ৯৯০ টি । তৃতীয় , চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে দেশের রাজধানী দিল্লী ( ১হাজার ৮৫৩ জন ) ও দক্ষিনের রাজ্য তামিলনাড়ু ( ১ হাজার ৭১৯ জন) ।

পঞ্চম , ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে মধ্যপ্রদেশ (১হাজার ৪৯১জন),কর্ণাটক(১হাজার ২২০জন) , ও উত্তরপ্রদেশ(১হাজার ৩৮জন) । এদের মধ্যে দুটোই হল বিজেপি শাসিত। এইসব পথশিশুদের যথেষ্ট সাহায্যের প্রয়োজন বলে জানিয়েছে NCPCR (National commission for protection of child rights) সংস্থাটি।

আরো খবর: নেই অ’র্ডা’র, ২২৫ টি মফঃস্বল এলাকায় পরিষেবা ব’ন্ধ করলো Zomato

পরিবার সাথে রাস্তায় থাকা পথশিশুর সংখ্যা প্রায় ১০ হাজার ৪০১ , যা প্রায় মোট পথশিশুর সংখ্যার অর্ধেক , জানালো কেন্দ্রীয় পোর্টাল । কেন্দ্রীয় পোর্টাল আরো জানিয়েছে যে এদের মধ্যে প্রায় ৮ হাজার ২৬৩ জন রাতের বেলা তাদের বাবা – মার সাথে বস্তিতে থাকে । কিন্তু দিনের বেলা তারা ফিরে আসে রাস্তায় ।

তামিলনাড়ুতে নিঃসঙ্গ পথ শিশুর সংখ্যা ১২৪ টি । যোগীরাজ্যে এই সংখ্যা এসে দাঁড়িয়েছে ২৭০। এরকমই কর্নাটক , দিল্লী , মহারাষ্ট্র , ও মধ্যপ্রদেশ রাজ্যে এই পথশিশুর সংখ্যা যথাক্রমে ১০৫,৬১,৩৯ ও ৪৫টি ।

NCPCR এর দাবি , পথশিশুদের অনেকেই শিশুশ্রম করে , অনেক ভিক্ষা করে , আবার কেও কেও ছোট খাটো জিনিস বিক্রি করে পেট চালাচ্ছে । এইখবর প্রকাশ্যে আসতেই তোলপার শুরু হয় বিরোধী দলের পক্ষ থেকে ।

কেন্দ্রের দাবি , পোর্টালের তথ্য বুঝতে পারেনি অনেকেই , তার জন্য হচ্ছে এই ভুল বোঝাবুঝি। বেশিরভাগ শিশুই রাস্তায় দিন কাটাচ্ছে না বলে জানিয়েছে কেন্দ্র।