সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নেই অ’র্ডা’র, ২২৫ টি মফঃস্বল এলাকায় পরিষেবা ব’ন্ধ করলো Zomato

Zomato খাবার পরিষেবা বন্ধ করলো ২২৫ টি ছোট শহরে। ফুড ডেলিভারি সংস্থাটি জানায় সেই জায়গাগুলো থেকে সেরকম অর্ডার আসে না । গত বছরের শেষ ত্রৈমাসিকে মোট অর্ডার মূল্যের মাত্র ০.৩ শতাংশ এসেছিল এখান থেকে। এজন্যই খাবার পরিষেবা বন্ধ করা হলো এলাকাগুলিতে।

Zomato তে খাবার অর্ডার করলে দিতে হয় ডেলিভারি চার্জ । খাবারের দামও রেস্তোরাঁর থেকে অনেকটাই বেশি। ছোটো এলাকার সাধারণ মানুষের অতো‌ টাকা দিয়ে খাবার খাওয়ার সামর্থ্য নেই । সেই এলাকাগুলিতে বড় রেস্তোরাঁর সংখ্যা প্রায় নেই বললেই চলে । খাবার ডেলিভারির সম্ভাবনাও সেখানে কম।

অক্টোবর – ডিসেম্বরের ত্রৈমাসিকে Zomato-র মোট লোকসানের পরিমাণ ৩৪৬.৬ কোটি টাকা এবং জুলাই – সেপ্টেম্বরের ত্রৈমাসিকে নেট লোকসান ২৫০.৮ কোটি টাকা।

আরো খবর: ব’ড়ো খবর, এই বিশেষ দিন থেকে পশ্চিমবঙ্গে আর কোনো মাইক বা’জা’নো যা’বে না

এত বিপুল পরিমাণ লোকসানের পরেও আশা ছাড়েনি Zomato । সংস্থাটি জানিয়েছে সম্প্রতি ২.৩০ কোটি নতুন গ্রাহক যুক্ত হয়েছে তাদের সাথে , অর্ডার করেছে খাবারও। থেমে নেই তাদের ব্যাবসাও। তারা যে পুরোনো ছন্দে ফিরবেই এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তাদের মনে।