সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হোম লোনের EMI নি’য়ে বড়ো খবর, জেনে নিন বি’শ’দে

একদিকে সাধারণ মানুষ মূল্যবৃদ্ধির চাপে চিড়ে চ্যাপ্টা হওয়ার জোগাড়। ঠিক এই সময়ে আবার আরেক জুলুম এসে ঘাড়ে পড়লো বলে। কারণ ইতিমধ্যে শোনা যাচ্ছে হাউজ বিল্ডিং লোন ইএমআই এর পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।

ইতিমধ্যেই দেশের চারটি বড় হাউসিং ফিনান্স ইনস্টিটিউশন এই সিদ্ধান্ত নিয়েছে।তাহলে এবার বলতেই হয় সাধারণ মানুষের ঋণের বোঝা আগের তুলনায় আরো অনেকটাই বৃদ্ধি হতে চলেছে।

প্রথমে যদি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কথা বলা হয়, এখানে বৃদ্ধি পেয়েছে সুদের হার। তার সাথে বৃদ্ধি পেয়েছে এমসিএলআর। রাতারাতি ঋণ নিতে চান তাহলে সুদের হার হবে, ৬.৭০% , এক মাসের জন্য সুদের হার ৭.০৫% ও তিন মাস ও ছয় মাসের জন্য সুদের হার হবে ৭.১০% ও ৭.২০%

আরো পড়ুন: ছোট ব্যবসায়ীদের জন্য স্ব’স্তি’র খবর! কেন্দ্র ও রাজ্যের মধ্যে GST ছা’ড় নিয়ে হ’চ্ছে আলোচনা

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমসিএলআর বৃদ্ধি হয়েছে ০.১৫%। জুন মাসের ১ তারিখ থেকেই নতুন সুদের হার কার্যকর করা হয়েছে। রাতারাতি ঋণের সুদের হার ৬.৭৫%, এক মাসের জন্য সুদের হার ৬.৮০%, তিন মাসের জন্য সরকার ৬.৯০% ও ছয় মাসের জন্য সুদের হার ৭.১০%।

এদিকে আবার আইসিআইসিআই ব্যাংকের এমসিএলআর এর বৃদ্ধি ঘটেছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী সুদের হার জানতে পারা দিয়েছে। রাতারাতি ঋণের সুদের হার৭.৩০%, এক মাসের সুদের হার৭.৩০%, তিন মাসের জন্য সুদের হার৭.৩৫% ও ছয় মাসের জন্য সুদের হার ৭.৫০%।