সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩১ আগস্ট পর্যন্ত প’রি’ষে’বা ক’র নিতে পারবে রেস্তোরাঁগুলি: দিল্লি হাইকোর্ট

রেস্তোরাঁতে খেতে গেলে পরিষেবায় কর দিতে হবে। সাধারণ খাবার বিলের সঙ্গে সঙ্গে পরিষেবা কর যুক্ত করা হচ্ছে। তবে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা দপ্তর সম্প্রতি নির্দেশিকা জারি করে জানিয়েছিল রেস্তোরাঁ বা হোটেল ক্রেতাদের থেকে পরিষেবা কর আদায় করতে পারবে না।

এই বিষয়ে ভারতের জাতীয় রেস্তোরা সংগঠন দিল্লি হাইকোর্টে মামলা করে। এই মামলার পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট শুনানির পরবর্তী দিন পর্যন্ত হোটেল এবং রেস্তোরাঁগুলো গ্রাহকদের কাছ থেকে পরিষেবা কর নিতে পারবে।

বিষয়টি এখনো বিবেচনা করে দেখতে হবে বলে জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি। এরপর দিল্লি হাইকোর্টের তরফ থেকে এই শুনানি প্রদান করা হয়।

আরো পড়ুন: বি’ষে’র বাগান, প্র’বে’শ করলে বেঁ’চে ফি’র’তে পারবেন কি না জা’না নেই কারোর!

বিগত কয়েক বছরে পণ্য পরিষেবা কর দেশের প্রায় প্রত্যেক সামগ্রী এবং পরিষেবা ক্ষেত্রে যুক্ত হয়েছে। হোটেল কিংবা রেস্তোরাতে খেতে গেলেও অতিরিক্ত এই কর প্রদান করতে হত।

ক্রেতাদের বিলের সঙ্গে এই পরিষেবা কর যুক্ত করা হয়ে থাকে। ক্রেতাদের দিকটা বিবেচনা করে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা দপ্তর এই নির্দেশিকা জারি করেছিল যে আপাতত হোটেল এবং রেস্তোরাঁগুলো ক্রেতাদের থেকে অতিরিক্ত কর আদায় করতে পারবে না।

কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করে ভারতের জাতীয় রেস্তোরা সংগঠন। সেই মামলার পরিপ্রেক্ষিতে এই রায় প্রদান করা হয়েছে। আপাতত পরবর্তী শুনানি পর্যন্ত হোটেল এবং রেস্তোরাঁর মালিকরা গ্রাহকদের থেকে পরিষেবা কর নিতে পারবেন।