সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই বড়ো ব্যাংক বি’ক্রি হওয়ার পথে! Account আ’ছে না’কি?

ইতিমধ্যেই সরকারি কয়েকটি ব্যাংক ও বিভিন্ন সংস্থাকে বেসরকারিকরণের পথে অগ্রসর হতে চলেছে কেন্দ্রীয় সরকার। ঠিক এর মধ্যেই শোনা যাচ্ছে আরেকটি ব্যাংকের নাম, শোনা যাচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা নৈনিতাল ব্যাংকের অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে।

প্রায় ১০০ শতাংশের মতো অংশীদারিত্ব ছিল ব্যাঙ্ক অফ বরোদার কাছে, নৈনিতাল ব্যাংকের সেই অংশ এবার বিক্রি করা সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক অফ বরোদা। গত 12 ডিসেম্বর একটি মিটিং হয়েছে আর সেখানেই নাকি সিদ্ধান্ত হয়েছে এই অংশীদারিত্ব বিক্রি করার।

বর্তমানে জানা গিয়েছে নৈনিতাল ব্যাংকের মোট সম্পত্তির পরিমাণ কয়েকশ কোটি, তার মধ্যে ব্যাঙ্কের কাছে টাকা আছে ৬০৭ কোটি টাকা, সাথে ১৬৪ টি শাখা রয়েছে দেশ জুড়ে, তাছাড়া ৫ টি রাজ্যে মোট ৯৪১ জন কর্মচারী রয়েছে তাদের কাছে। ১৯৭৩ সালের ঘটনা, তখন থেকেই রিজার্ভ ব্যাংকের নির্দেশ মতো নৈনিতাল ব্যাংকের দায়িত্ব নেয় ব্যাঙ্ক অফ বরোদা।

আরো খবর: অসাধারণ লু’কে ন’জ’র কাড়লেন কোয়েল মল্লিক, ছবি দেখেই কু’পো’কা’ত নেট দু’নি’য়া

তবে এবার এই মালিকানার হাত বদল হতে চলেছে। ঘটনা হল ১৯২২ সালে গোবিন্দ বল্লভ পন্থ ও নৈনিতালের বেশি কিছু সম্ভ্রান্তশালী ব্যক্তিদের উদ্যোগে নৈনিতাল ব্যাঙ্ক শুরু করা হয়। তবে এবার এই ব্যাংক হাতবদল হয়ে কোন ব্যাঙ্কের অধীনে যায় সেটাই দেখার।