সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ছোট ব্যবসায়ীদের জন্য স্ব’স্তি’র খবর! কেন্দ্র ও রাজ্যের মধ্যে GST ছা’ড় নিয়ে হ’চ্ছে আলোচনা

ছোট ব্যবসায়ীদের জন্য সামনেই হয়তো আসছে খুশির সংবাদ।ইতিমধ্যেই জিএসটি সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে।

ই-কমার্স সাইট গুলোর সাথে যে সমস্ত ছোট ব্যবসায়ীদের যুক্ত রয়েছেন, এই সমস্ত বিক্রেতাদের দৃষ্টিতে নাম নথিভুক্ত করার নিয়ম থেকে অব্যাহতি দেওয়া হতে পারে।

বর্তমান কেন্দ্রের নিয়ম অনুযায়ী একজন ব্যবসায়ীর টার্নওভার যতটুকুই হোক না কেন, ব্যবসায়ীদের দৃষ্টিতে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক।

আরো পড়ুন: ভগবান শিবের প্রণাম মন্ত্রে অনেক শ’ক্তি, সব বি’প’দ থে’কে পাবেন রেহাই

সম্প্রতি জানতে পারা গেছে, বর্তমানে জিএসটি রেজিস্ট্রেশন ইস্যুতে অনলাইন ও অফলাইন ব্যবসায়ীদের মধ্যে সমতা আনার চেষ্টা করা হচ্ছে।

যে জিএসটি কাউন্সিলের যে আইন কমিটি রয়েছে তাদের সিদ্ধান্তের আগে,কেন্দ্র-রাজ্য সরকারিভাবে আলাপ-আলোচনা করে নিতে চাইছে।

অনলাইন বিক্রেতাদের জন্য নিয়ম করা হয়েছে যার যতটুকুই টার্নওভার হোক না কেন জিএসটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কিন্তু অফলাইন বিক্রয়ের ক্ষেত্রে সেই নিয়ম ৪০ লাখের ওপর থেকে করা হয়েছে।

কিছু কোন গণপণ্য ৩% ওর বাকি গুলোর ওপরে ৮% করার অধীনে করার সিদ্ধান্ত নিতে পারে ‌ ফলে ৫% যে স্ল্যাব রয়েছে সেটা উধাও হতে চলেছে।

বর্তমানে জিএসটির ক্ষেত্রে ৫ শতাংশ, ১২শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ স্ল্যাব রয়েছে। জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে হ্যান্ডব্যাগ, পারফিউম/ডিওডোরেন্টস, চকোলেট, চুইংগাম, চামড়ার পোশাক এবং পোশাকের আনুষাঙ্গিক এবং আখরোট এই সমস্ত কিছুর ওপর।