সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব’ড়ো খবর, এই বিশেষ দিন থেকে পশ্চিমবঙ্গে আর কোনো মাইক বা’জা’নো যা’বে না

২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলছে , ছাত্রদের জীবনের প্রথম বড় পরীক্ষা ‘মাধ্যমিক’।পড়ুয়াদের পড়াশোনায় যাতে কোন অসুবিধা না হয় , সে ব্যাপারে প্রস্তুতি বৈঠকে বসলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি বৈঠকে সিদ্ধান্তে আসেন যে ২০ তারিখ থেকে বন্ধ করতে হবে মাইক ব্যবহার।এছাড়াও করা যাবে না কোনো মিটিং মিছিলও।

শিক্ষার্থিদের সমস্যাতে এড়াতেই চেষ্টা করছে সরকার। মাধ্যমিকের সময় উঠে এসেছে অনেক দুর্ঘটনার খবর ! অনেক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে সমস্যাতে পড়তে হয় । মাধ্যমিকের সময় শোনা গেছে অনেক টোটো উল্টানোর ঘটনা।

চা বাগান সংলগ্ন এলাকায় শিক্ষার্থিদের ট্রাকে করে পরীক্ষাকেন্দ্রে যেতে দেখা গেছে । শুধু যাতায়াত নয় , সরকারের নজর রয়েছে এবার ক্লাস রুমেও।পরীক্ষার প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় , কোনোরকম গণটোকাটুকি যাতে না হয় সব দিকেই নজর রাখবে সরকার।

আরো খবর: আবহাওয়া নিয়ে বড় খবর, আগামী ৪৮ ঘন্টায় ৮ রাজ্যে ভা’রী বৃষ্টিপাতের স’ত’র্ক’তা! বাংলায় হ’বে কি?

পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যাতে ভিড় না হয় । পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে ,সেই ব্যাবস্থাই করছে সরকার।

এবার মাধ্যামিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮হাজার ৯২৮ টি। পুরুষ রয়েছে ২লক্ষ ৯০হাজার ১৭২টি । মহিলা রয়েছে ৩ লক্ষ ৫৬হাজার২১টি। মুখ্যসচিব জানান পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে থেকেই বন্ধ করতে হবে পরীক্ষা কেন্দ্রের আশেপাশের জেরক্সের দোকান।