সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Masik Durga Ashtami: খুবই ক’ঠি’ন হয়ে থাকে এই ব্র’ত! নিয়ম মেনে পু’জো করলেই মিলবে সু’ফ’ল

দেবী দুর্গাকে সন্তুষ্ট করে যদি নিজের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করতে চান তাহলে দুর্গা অষ্টমী তিথিতে দেবীর আরাধনা করার বিধান রয়েছে শাস্ত্রে। শাস্ত্র অনুসারে প্রত্যেক দেবী দেবতার আরাধনা করার জন্য নির্দিষ্ট তিথি থাকে। চৈত্র মাসে এবং শরতের নবরাত্রির সময়ের অষ্টমী তিথিটি মহাষ্টমী নামে পরিচিত। কথিত আছে, শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই দেবতাদের সম্মিলিত তেজ পুঞ্জ থেকে দেবী দুর্গার সৃষ্টি হয়েছিল।

চলতি বছরে ভাদ্রমাসের অষ্টমী তিথি শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর দুপুর ৩টে ১১ মিনিটের পর থেকে, থাকবে ১৪ সেপ্টেম্বর দুপুর ১টা ০৯ মিনিট পর্যন্ত। তাই যদি এই সময়কালে দেবী দুর্গার আরাধনা করেন তাহলে নিঃসন্দেহে মনোবাঞ্ছা পূরণ হবে। দেবী দুর্গার আরাধনা করার জন্য প্রথমেই সকালে স্নান করে শুদ্ধ হয়ে নিতে হবে। এরপর দেবী দুর্গার ছবির সামনে এমন একটি প্রদীপ জ্বেলে দিতে হবে যাতে সেই প্রদীপ সারা অষ্টমী তিথি জুড়ে জ্বলতে থাকে।

গোলাপি বা লাল ফুল, কলা, নারকেল, মিষ্টান্ন উৎসর্গ করতে হবে দেবী দুর্গাকে। এই সময়কালের বাড়ি থেকে অন্য কোথাও বেরোনো যাবে না। যদি সম্ভব হয় তাহলে নির্জলা উপবাস অথবা ফল খেয়ে উপোস করা যেতে পারে। এই বিশেষ তিথিতে শ্রীশ্রীচণ্ডী পাঠ এবং শ্রবণ বিশেষ ফলদায়ক হিসেবে মানা হয়। শঙ্খ, ঘণ্টা সহযোগে সন্ধ্যেবেলায় দেবীর আরাধনা করা উচিত।