সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“সত্যি সত্যিই ঢাকি স’মে’ত বিসর্জন হয়ে গেলো”, বিচারপতিকে খোঁ’চা দেবাংশুর

দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের থেকে এসেছে আদেশ। নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে পারবেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ তিনি একটি সংবাদমাধ্যমে এমন কিছু মন্তব্য করেছেন। যা বিচারের জন্য ক্ষতিকারক উস্কানিমূলক।

তাই তার এজলাস থেকে সরিয়ে দেওয়া হল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় মামলা। যদিও কার হাতে যাবে এসব মামলা তা এখনো পর্যন্ত জানা যায়নি। এদিকে নিয়োগ-কেলেঙ্কারি নিয়ে যে শাসকদলের রথী মহারথীদের সঙ্গে অঘোষিত দ্বন্দ্ব লেগেছিল অভিজিৎ বাবুর তা বলাই বাহুল্য।

সুপ্রিম কোর্টের এই রায় তৃণমূলের একটা জয় বলেই মনে করছেন কুনাল ঘোষ থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য। ইতিমধ্যেই কুনাল ঘোষ জানিয়ে দিয়েছেন এটা আমাদের নৈতিক জয় একইসঙ্গে এই রায়কে স্বাগত জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরো খবর: টাটা মোটরসের ন’য়া গাড়ি, প্রকান্ড চেহারার ল্যান্ড রোভার ডিফেন্ডার

এবার এই প্রসঙ্গে টুইট খোঁচা দিয়েছেন দেবাংশু। তিনি একটি টুইট করে জানান ঢাক সহ ঢাকির বিসর্জন হয়ে গেল? আসলে এর নেপথ্যে রয়েছে অভিজিৎ গাঙ্গুলি করা এক মন্তব্য!

ডিসেম্বর মাসে হাইকোর্টের এজলাসে বসে তিনি জানিয়েছিলেন আমি সব জানি কিছুদিনের মধ্যেই ঢাক সহ ঢাকির বিসর্জন দিয়ে দেব। তার বেশ কিছুদিন আগেই নিজেকে ঢাকি বলে বিবেচিত করেন বাংলার মুখ্যমন্ত্রী।

পরোক্ষে বিচারপতি গাঙ্গুলী যে মুখ্যমন্ত্রীকে নির্দেশ করেছিলেন সেটা আর বলার অপেক্ষা রাখেনি। এবার সেই কথাকেই বুমেরাং হিসেবে তাকে ফেরত দিলেন দেবাংশু।