সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টাটা মোটরসের ন’য়া গাড়ি, প্রকান্ড চেহারার ল্যান্ড রোভার ডিফেন্ডার

নতুন ডিফেন্ডার ১৩০ আউটবাউন্ড এডিশন গাড়ি নিয়ে চলে এলো টাটা মোটরস। ব্রান্ড ল্যান্ড রোভার নামের এই গাড়িটিতে রয়েছে পাঁচটি আসন। চেহারা দেখে বুঝতেই পারবেন কতটা সমর্থ্য এবং শক্তিশালী এই গাড়ি। যেমন তার চেহারা তেমন তার মজবুত ইঞ্জিন।

এই গাড়িতে রয়েছে ৫ লিটার সুপার চার্জ ইঞ্জিন যা ৫০০ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। গাড়িটি দেখতে বৃহদাকার হলেও এই গাড়িটি ১০০ কিলোমিটার পর্যন্ত গতি স্পর্শ করতে সক্ষম হয়। তাও আবার মাত্র ৬ সেকেন্ডেরও কম সময়ে।

গাড়ির ইঞ্জিনে রয়েছে ৬ খানা সিলিন্ডার যা এই গাড়ির শক্তি উৎপন্ন করতে সহায়তা করে। গাড়িতে রয়েছে মাইল্ড হাইব্রিড ডিজেল এবং পেট্রোল। যা এই গাড়ির ইঞ্জিনের বিকল্প হিসেবে কাজ করে। এই গাড়ির ভি ৮ ইঞ্জিন প্রথম ব্যবহার করা হয়েছিল ১৯৯৭ সালে।

আরো খবর: কুমিরকে একদল সিংহীর আ’ক্র’ম’ণ, প্র’তি’বা’দে কি করলো কুমির? রইলো ভিডিও

সেই সময় xZ 8 এবং XK 8 এই দুটি গাড়িতে ব্যবহার করা হতো এই ইঞ্জিন। এই গাড়ির চাহিদা বাজারে রয়েছে অন্যরকমের। গাড়িতে শুধুমাত্র যে শক্তিশালী ইঞ্জিন রয়েছে তাই কিন্তু নয় এতে বিশেষ চমক হিসেবে রয়েছে বাইস্কোপ ব্যাচ এবং কালো রঙের পেইন্ট।

২২ ইঞ্চির ডার্ক ধূসর রংয়ের চাকা, গরম এবং ঠান্ডা দুটোই বজায় রাখবে এমন প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে এই গাড়ির আসন। এই গাড়িতে রয়েছে ক্লাইমেট কন্ট্রোল মেরিডিয়ান সাউন্ড সিস্টেম এবং হেড অফ ডিসপ্লে। নতুন এই ডিফেন্ডার গাড়িতে কোনরকম আচর লাগবে না বলেও জানিয়ে দিয়েছে সংস্থা।

গাড়িটি সম্পূর্ণভাবে স্ক্রাচ প্রুফ। গাড়ি ভিতরে দুই রকমের কেবিন রয়েছে একটি চামড়া দিয়ে মোরা এবং অন্যটি ফেব্রিক দিয়ে। পাহাড় জঙ্গল হোক কিংবা মরুভূমি সব জায়গায় এই গাড়িটি নিয়ে আপনি ছুটে যেতে পারবেন।