সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ৫ টি বি’ষ’য় না জে’নে ক্যান্সারের স্বাস্থ্যবীমা করলে ঠ’ক’বে’ন!

ক্যানসার রোগ যে কি ভয়ানক একটি রোগ তাতে যিনি আক্রান্ত হয়েছেন তিনি জানেন, আর সেই আক্রান্ত রোগীকে যাঁরা সামনে থেকে দেখেছেন, তাঁরাই জানেন। তাই অধিকাংশ মানুষের কাছে এটি একটি তীব্র আতঙ্ক ছাড়া আর কিছু নয়।

এই রোগ প্রসঙ্গে বিশেষজ্ঞদের বক্তব্য, ক্যানসারের ফলে শরীরে তৈরি হতে পারে নানান সমস্যা। শরীরে যে অস্বাভাবিক কোষগুলি তৈরি হয়, সেগুলিই হল ক্যানসার কোষ। ক্যানসার কোষের বৃদ্ধির ফলে সেখান থেকে তৈরি হয় ম্যালিগন্যান্ট টিউমার।

এই টেকনোলজির যুগে চিকিৎসাশাস্ত্রও অনেক এগিয়ে গেছে। তবুও এই রোগ নিরাময় হচ্ছে না। এমনকি রোগটি ধরার পরেও কোনো কূলকিনারা করতে পারছেন না চিকিৎসকরা।

আরো পড়ুন: খুবই খা’রা’প খবর, প্র’য়া’ত হলেন বিখ্যাত অভিনেতা

তবে ক্যানসার তাড়াতাড়ি ধরা পড়লে চিকিৎসার সুযোগ থাকে, সেখানে অনেকের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে। তবে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থায় প্রচুর খরচ। এই রোগের প্রথম থেকেই খরচ।

ডায়াগনিস্টিক টেস্ট থেকে শুরু করে রেডিয়েশন থেরাপি, ওষুধ আরও কত কি। আর এই ক্যানসার রোগীকে সুস্থ করতে গিয়ে পরিবারে আর্থিক অবস্থা একেবারে ভেঙে পড়ে।

তাই অনেকেই ক্যানসারের চিকিৎসায় আলাদা করে স্বাস্থ্য বিমা করিয়ে রাখেন। তবে বিমা করানোর আগে বেশ কিছু বিষয় ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন।

1. Standalone Cancer Insurance v/s Regular Health Insurance: ক্যানসারের চিকিৎসার ক্ষেত্রে ভারতের বেশিরভাগ স্বাস্থ্য বিমাই শুধুমাত্র হাসপাতালের খরচ বহন করে। এটা বেস পলিসি বা অ্যাড-অন-রাইডার্সের অংশ হতে পারে। আর সেখানে হাসপাতালের বাইরের যাবতীয় সমস্ত খরচ পাওয়া যায় না। ক্যানসার আক্রান্তদের জন্য সেই খরচও অনেক বেশি। তাই চিকিৎসার খরচ জোগানোয় সুবিধার জন্য ক্যানসার সংক্রান্ত স্বাস্থ্য বিমাই করানো দরকার।

2. Lumpsum Payment v/s Reimbursement: এতে একসঙ্গে টাকা পাওয়া যায়। ডায়াগনসিসের সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যান। অথবা যত টাকা খরচ হয় সেই টাকা দেয় বিমা সংস্থা।

আরো পড়ুন: আগামী ৪৮ ঘন্টার ম’ধ্যে ঝেঁ’পে না’ম’তে পারে ঝড়-বৃষ্টি! কোথায় কোথায় বৃষ্টি হ’বে জেনে নিন

3. Types of Cancers Covered: যেহেতু সব ধরনের ক্যানসারের জন্যই আলাদা আলাদা স্বাস্থ্য বিমা রয়েছে তাই প্রথমেই দেখে নেওয়া প্রয়োজন কোন ধরনের ক্যানসার তালিকায় রয়েছে বা নেই।

4. Stages of Cancer Covered: বিভিন্ন ধাপের প্ল্যান আলাদা হওয়ার জন্য প্রতিটি ধাপে নির্দিষ্ট করে টাকা মেলে। স্বাস্থ্য বিমা করানোর আগে কোন ধাপে কত টাকা পাওয়া যাবে সেটা দেখা জরুরি।

5. Limitation of Coverage / Benefit: আর একটি বিষয় হল প্ল্যানে ক্যানসার চিকিৎসায় খরচের ভাগ। অনেক ক্ষেত্রে বিমায় খরচ ভাগাভাগির শর্ত থাকে। অর্থাৎ অর্ধেক খরচ দেবে বিমা সংস্থা। সর্বোচ্চ কত টাকা পাবেন তার সীমা থাকে।