Home বিনোদন গ্রামের মেয়ে অরুনিতাকে এখন চেনাই যা’য় না, মুম্বইয়ে গিয়ে ব’দ’ল হয়েছে চেহারার

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গ্রামের মেয়ে অরুনিতাকে এখন চেনাই যা’য় না, মুম্বইয়ে গিয়ে ব’দ’ল হয়েছে চেহারার

গানের রিয়েলিটি শো বলতে অনেকেই ইন্ডিয়ান আইডল দেখেন এবং পছন্দ করেন। সুতরাং বোঝাই যাচ্ছে এই শো-এর জনপ্রিয়তা প্রচুর। গত বছর ১৫ আগষ্ট স্বাধীনতা দিবসের দিন ঐতিহাসিক ১২ ঘন্টার লাইভ গ্রান্ড ফাইনালের পর শেষ হয়েছিল জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের ১২ তম সিজন।

এবারের ইন্ডিয়ান আইডলের বিজেতা হিসেবে ঘোষিত হয়েছে উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ রাজনের নাম । আর দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের বাংলার গর্ব অরুণিতা কাঞ্জিলাল – যে কিনা পশ্চিমবঙ্গের বনগাঁর মেয়ে। রিয়্যালিটি শো এর মঞ্চে বিচারক থেকে শুরু করে অতিথি সকলের থেকেই ব্যাপক প্রশংসা পেয়েছে সে।

অনেকে তো ভেবেই নিয়েছিলেন যে অরুণিতাই ইন্ডিয়ান আইডলের বিজেতা হতে চলেছে। কিন্তু সেই আশা পূরণ না হলেও দীর্ঘ আট মাসের লড়াই শেষে অরুণিতা দ্বিতীয় স্থানাধিকারী।তবে বাংলার মানুষের কাছে বনগাঁর মেয়ে অরুণিতাই প্রথম। ইন্ডিয়ান আইডলের মঞ্চে অরুণিতার পারফরমেন্স ছিল সত্যিই মনোমুগ্ধকর।

আরো পড়ুন: শুধু টা’কা থাকলেই সব হয় না, এই সেলিব্রেটিরা নিজের সন্তানের মৃ’ত্যু দেখেছেন কোটিপতি হওয়া সত্বেও!

অরুণিতা দ্বিতীয় হয়েছে ঠিকই, কিন্তু বাংলা সহ লক্ষ লক্ষ মানুষের মনে গেঁথে গিয়েছে তার নাম,তার গানের সুরেলা কন্ঠস্বর। তাঁর মিষ্টি কন্ঠস্বর শুধু দেশে নয়, বিদেশেও ছড়িয়ে পড়েছে। মুম্বাই ইন্ডাস্ট্রিতেও তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে। ভারতের বাইরে বিদেশের মাটিতে নানান মিউজিক কনসার্টের জন্য ডাক আসে তাঁর।

ইতিমধ্যেই হিমেশ রেশমিয়ার একটি মিউজিক অ্যালবামে গান গেয়েছে অরুণিতা ও পবনদীপ। শুধু কি তাই!! পাশাপাশি করণ জোহরের থেকে একটি বলিউড ছবিতে প্লে ব্যাকের অফার মিলেছে। এইসব নিয়ে বেজায় ব্যস্ত অরুণিতা। এছাড়া সম্প্রতি তাঁকে দেখা যাচ্ছে সোনি টিভির মিউজিক রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার সিজন 2’ এর বিচারক তথা ক্যাপ্টেনের আসনে।

এটি হল ট্যালেন্টেড বাচ্চাদের মিউজিক রিয়্যালিটি শো। এখানে অন্যান্য পাঁচ জন সেলিব্রিটি ক্যাপ্টেনের মধ্যে বাংলার মেয়ে অরুণিতাও উপস্থিত। তবে সাফল্য কি মানুষের একদিনে আসে? কখনোই নয়। অরুণিতার ক্ষেত্রেও তাই। মায়ের অদম্য ইচ্ছায় ছোটবেলাতেই গান শেখা শুরু করেছিলেন তিনি। তারপরে অক্লান্ত পরিশ্রম তাকে আজ এই জায়গায় এনে দাঁড় করিয়েছে।

আরো পড়ুন: বড়ো খবর: স্কুলের পার্বিক পরীক্ষার সময়সূচী ঘো’ষ’ণা করলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা প’র্ষ’দ

সাফল্য ঠিক ধরা দিয়েছে তাকে। আজ সে মায়া নগরী মুম্বাই এর বাসিন্দা। তবে বনগাঁর মেয়ে অরুণিতার সঙ্গে আজকের অরুণিতার অনেক ফারাক। সাজপোশাক থেকে শুরু করে আদব কায়দা সবকিছুতেই ঘটেছে ব্যাপক পরিবর্তন। তাই এখন আগের ছবির সঙ্গে এখনকার ছবির সেরকম কোনো মিল পাওয়া যায় না।

তবে পরিস্থিতির সাথে সাথে বাহ্যিকভাবে নিজেকে বদলে ফেললেও এখনও মঞ্চে বেশিরভাগ সময়ই আধুনিক পদ্ধতিতে শাড়ি পরেই পারফর্ম করেন। এতেই বোঝা যায় বাংলা মাটির প্রতি তার টান এতটুকু কমেনি। এছাড়া অনেক সময় আধুনিক পশ্চিমী পোশাক পরতেও দেখা যায় তাকে। আর ঘুরতে গেলে ক্যাজুয়াল পোশাক পরতেই বেশি পছন্দ করেন অরুণিতা। সবেতেই তাকে দারুণ সুন্দর দেখতে লাগে।