সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দীঘার সমুদ্রে স্নান করতে নে’মে ত’লি’য়ে গেলেন পর্যটক

রবিবার দিঘায় স্নান করতে নেমে মৃত্যু হল এক পর্যটকের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিঘায় । উত্তর ২৪ পরগনার ওই পর্যটক স্ত্রী, সন্তান সহ একটি ট্যুর পার্টির সঙ্গে দিঘায় বেড়াতে গিয়েছিলেন।

ওল্ড দিঘার জগন্নাথের ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যান তিনি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সৈকত শহরে। ঘটনার পরই ওল্ড দিঘার জগন্নাথের ঘাটে কিছুক্ষণের জন্য সমুদ্র স্নান বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে দিঘা। মৃত পর্যটকের নাম রতন সামন্ত । উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বাসিন্দা রতন। তিনি স্ত্রী এবং সন্তান সহ এলাকার ৫৪ জন মিলে এক ট্যুর পার্টির সঙ্গে একটি বাসে করে দিঘায় বেড়াতে এসেছিলেন।

আরো পড়ুন: সরকারি কর্মচারীদের ৪৫০ টি ছু’টি দেওয়া হ’তে পা’রে ১ জুলাই থেকে!

এদিন তিনি দুপুরে স্ত্রী, পুত্র সহ অন্যান্য প্রতিবেশীর সঙ্গেই ওল্ড দিঘার জগন্নাথের ঘাটে স্নান করতে নামেন। তারপর প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে তলিয়ে যান ওই পর্যটক। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃতদেহ ভেসে ওঠে।