সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সরকারি কর্মচারীদের ৪৫০ টি ছু’টি দেওয়া হ’তে পা’রে ১ জুলাই থেকে!

কেন্দ্রীয় সরকার ১ জুলাই থেকে নয়া শ্রমবিধির নিয়ম কার্যকর করতে পারে। সূত্রের খবর, ১ জুলাই থেকে সরকারি কর্মচারীরা এর ফলে দারুণ খবর পেতে পারেন।

কর্মচারীরা ৩০০-র পরিবর্তে ৪৫০টি ‘আর্নড লিভ’ পেতে পারেন; যদি মোদী সরকার যদি শ্রম কোডের নিয়মগুলি প্রয়োগ করে।বছরে বর্তমানে সরকারি কর্মচারীরা ৩০টি আর্নড লিভ পান। প্রতিরক্ষা ক্ষেত্রে, এই ছুটির সংখ্যা ৬০ দিন।

সারা বছর সরকারের নির্দিষ্ট ছুটি না নিলে পরবর্তী বছরে সেগুলি যোগ হয়ে যায় অর্থাৎ ছুটি ‘ক্যারি ফরোয়ার্ড’ হয়। এই ভাবে অবসরের সময় ৩০০টি পর্যন্ত আর্নড লিভ পাওয়া যেতে পারে।

আরো পড়ুন: বীভৎস ভিডিও, বি’রা’ট আওয়াজ করে ফা’ট’লো মেঘ! এক জায়গায় হলো ব্যা’প’ক বৃষ্টি

এই ছুটি বিভিন্ন বিভাগ অনুযায়ী ২৪০ থেকে ৩০০-র মধ্যে হেরফের হয়ে থাকে। কর্মচারীদের আর্নড লিভের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৪৫০ করার দাবি জানিয়েছিলেন।

প্রসঙ্গত, ভারতের ২৯টি কেন্দ্রীয় শ্রম আইন ৪টি কোডে বিভক্ত। এই কোডের নিয়মের মধ্যে রয়েছে ৪টি শ্রম কোড যেমন মজুরি, সামাজিক নিরাপত্তা, শিল্প সম্পর্ক এবং পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য ও কাজের অবস্থা ইত্যাদি।