সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শ’খে’র সিল্ক শাড়ি নতুন রাখবেন কিভাবে? জানুন উ’পা’য়

নারীদের কাছে শাড়ি একটা ঐতিহ্যের ব্যাপার। যতই বর্তমানে জিন্স, টপ কিংবা সালোয়ার আসুক না কেন শাড়ির ব্যাপারটা একদমই আলাদা। শাড়ি পোশাকটা যেন ঐতিহ্যকে বহন করে। তাই বিশেষ কোন অনুষ্ঠানে শাড়িটাকে আগে পছন্দ করেন সকলেই। নিজের বিয়ে হোক কিংবা অন্য কারোর বিয়ে, কিংবা কোনো অনুষ্ঠান সমস্ত কিছুতেই যেন শাড়িটাই একদম পারফেক্ট।

বলতে গেলে প্রত্যেকটা শাড়ির সঙ্গেই যেন একটা গল্প রচনা করা হয়েছে। যে সমস্ত শাড়ির সাথে কোন না কোন গল্প লুকিয়ে থাকে সেই সমস্ত শাড়িগুলোকে সকলেই চান ভীষণভাবে আগলে রাখতে। বর্তমানে শিফন, হ্যান্ডলুম, জর্জেট শাড়ি এসে গিয়ে থাকলেও বাজারে বিশেষ করে যেন সিল্ক শাড়িটার গুরুত্ব একদমই অন্যরকম।

তবে সিল্ক শাড়ির ক্ষেত্রে একটি সমস্যা হল, দীর্ঘদিন ধরে ভাঁজ করে আলমারিতে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই প্রতিবেদনে আমরা আপনাদের কিছু টিপস বলব যেটাতে আপনারা সিল্কের শাড়ি খুব ভালো মতো বহুদিন পর্যন্ত যত্ন করে রাখতে পারবেন।

আরো খবর: ভো’র কয়টার সময় ওঠে’ন মুকেশ আম্বানি? রুটিন জা’ন’লে চ’ম’কে উঠবেন

সিল্কের শাড়ি যদি ভালো রাখতে হয় তাহলে অবশ্যই দরকার রোদে দেওয়া তাই নিয়ম করে মাঝে মাঝে সিল্কের শাড়ি গুলোকে রোদে দিতে হবে। সিল্কের শাড়ি পড়ে যদি কোথাও বেরোন, তবে বাড়িতে এসে সেটি খুলে ভাঁজ করে রাখতে হবে তবে নজর রাখতে হবে যেন শাড়িতে ঘাম না শুকিয়ে যায়।

যে কোন সিল্কের শাড়ি সব সময় শিফন কাপড়ের মুড়ে আলমারিতে রাখতে হবে, বিশেষ করে কাতান বেনারসি এবং বেনারসি তবে এমন ভাবে রাখতে হবে যাতে আলো না পৌঁছায় সেই শাড়িগুলোতে কারণ অন্ধকার জায়গাতে থাকলে শাড়িগুলির রং অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।

বিশেষ করে বেনারসি এবং দামি সিল্ক শাড়ি গুলোর ক্ষেত্রে বাড়িতে না ধোয়াই ভালো সেই ক্ষেত্রে ড্রাই ক্লিনিং করা অত্যন্তই দরকার। তবে এই ধরনের শাড়ি আয়রন করার ক্ষেত্রে বেশ সাবধানতা অবলম্বন করতে হবে সুতির কাপড় রেখে তবেই এই শাড়ির আয়রন করতে হবে তবে এই শাড়ি আয়রন করার ক্ষেত্রে শুধুমাত্র স্টিম আয়রন ব্যবহার করা যেতে পারে।