সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভো’র কয়টার সময় ওঠে’ন মুকেশ আম্বানি? রুটিন জা’ন’লে চ’ম’কে উঠবেন

বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের মুকেশ আম্বানি।মুকেশ আম্বানির লাইফ স্টাইল সম্পর্কে জানার ইচ্ছে সকলের। তবে শুধুমাত্র ভাগ্য নয় নিজের ইচ্ছে শক্তি এবং পরিশ্রমের জোরে আজ এই জায়গা করেছেন তিনি। এখনো পর্যন্ত খ্যাতির শীর্ষে পৌঁছেও রুটিনে এতোটুকু পরিবর্তন আনেননি। জানেন প্রতিদিন সকালবেলা ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠেন তিনি। উঠেই তার বাড়ি এন্টেলিয়া থেকে মুম্বাইয়ের সমুদ্র সৈকতের দৃশ্য উপভোগ করেন।

এরপর শুরু করেন যোগব্যায়াম। বেশ খানিকক্ষণ ব্যায়ামের পর ব্রেকফাস্ট করেন। আম্বানির মতে ধ্যান বা মেডিটেশন করা খুব জরুরী। প্রতিদিন নিয়ম করে দশ মিনিট ধ্যান করেন তিনি। শরীর চর্চার জন্য তিনি নিজের বাড়িতে জিমে গিয়ে কিছুক্ষণ কসরত করেন। এরপর শুরু হয় তার ব্রেকফাস্টের পালা।পরিবারের সবার সঙ্গে একই খাবার টেবিলে বসে প্রাতরাশ করেন তিনি। এর ফলে কিছুটা সময় পরিবারের সবার সঙ্গে বাক্যালাপ করেন। এই বয়সে এসেও পড়াশোনা ছাড়েননি তিনি।

প্রতিদিন নিয়ম করে এক ঘন্টা পড়াশোনা করেন। বিভিন্ন বই এবং খবরের কাগজ পড়েন মুকেশ আম্বানি। ঘড়ির কাঁটা মেপে চলে যান অফিসে। সময়ের এতোটুকু পরিবর্তন হয় না। লিফটে করে বাড়ির তিনতলায় আসেন। সেখানে রয়েছে একটি পার্কিং লট। সবচেয়ে পছন্দের মার্সিডিজ গাড়িতে চড়ে সকাল ১১ টার মধ্যে অফিসে চলে যান তিনি।

আরো খবর: শুধু এক বটনেই ঠা’ন্ডা থেকে পাবেন মু’ক্তি, বা’জা’রে এসেছে হাই-টেক হিটিং জ্যাকেট

একদিনে সব কাজ করে ফেলা তার পক্ষে সম্ভব হয় না। তাই যে কাজ আগে দরকার সেটাই করেন তিনি। এরমধ্যে সময় বার করে লাঞ্চ করেন। এক ঘন্টার জন্য বাড়িতে যান লাঞ্চ করতে। বাড়ি থেকে ফিরে এসে নিজের সহকর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন। তাদের মনবল যোগান। দিনে যেমন তাড়াতাড়ি ওঠেন তেমনি রাতেও ঘুমোতে যান খুব তাড়াতাড়ি। দিনে সাত ঘন্টা ঘুমান তিনি।