সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৫ আগস্টের আগেই ইন্ডিয়া গেটে নেতাজির ৩০ ফুট মূ’র্তি বসবে, জোরক’দ’মে চলছে কাজ

স্বাধীনতা দিবস আসার আগেই নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রানাইট মূর্তি বসানোর কাজ চলছে জোড় কদমে। নেতাজি জন্মজয়ন্তীর আগে এই মূর্তি তৈরি করার কাজ শেষ করা যায়নি। তবে স্বাধীনতা দিবসের আগে কাজ সম্পন্ন করতে চায় কেন্দ্রীয় সরকার।

নেতাজি জন্ম জয়ন্তীতে হলোগ্রাম স্ট্যাচু দিয়ে কাজ চালানো হয়েছিল। তবে আসন্ন 15 ই আগস্ট রাজধানীর ঐতিহ্যবাহী ইন্ডিয়া গেটে নরেন্দ্র মোদির হাতে নেতাজি মূর্তি উদ্বোধন হতে চলেছে বলে জানা যাচ্ছে।

এই মূর্তি তৈরি করছেন অরুণ যোগীরাজ। স্বাধীনতা দিবসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে তিনি দাবী করছেন। 30 ফুট দীর্ঘ নেতাজি মূর্তি নির্মাণ করা হচ্ছে। অমর জওয়ান জ্যোতি পিছনে বিশাল ছাউনির নিচে ইন্ডিয়া গেটে এই মূর্তিটিকে স্থাপন করা হবে। মূর্তিটিকে এমন ভাবে বসানো হবে যাতে রাইসিনা হিলস স্পষ্ট দেখা যায়।

আরো পড়ুন: রূপঙ্করের পা’শে কবীর সুমন, কবিতা লিখে বি’ত’র্কে’র ইতি টা’ন’তে চেয়েছেন তিনি!

নেতাজির 125 তম জন্মবার্ষিকীর আগে ইন্ডিয়া গেটে তার মূর্তি স্থাপনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারি পরিচালক এবং তার দলবল গ্রানাইট পাথরের মূর্তি মূল আঙ্গিক তৈরি করেছেন।

নেতাজির কঠিন বাস্তব চরিত্রকে পাথরের অবয়বে ফুটিয়ে তোলা হবে। এর আগে শঙ্করাচার্যের বারো ফুটের মূর্তি তৈরি করা হয়েছিল। এই মূর্তি স্থাপিত রয়েছে কেদারনাথে।

গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মূর্তি উদ্বোধন করেন। নেতাজির মূর্তি নির্মাণের জন্য বিশাল আকারের গ্রানাইট পাথর তেলেঙ্গানা থেকে আনা হয়েছে দিল্লিতে। আগামী স্বাধীনতা দিবসের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজি সুভাষচন্দ্রের 30 ফুট উঁচু মূর্তিটিকে উদ্বোধন করবেন। তার জন্য প্রস্তুতি চলছে জোড় কদমে।