সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোনো ব্যক্তির মৃ’ত্যু হলে বাড়িতে উনুন কেন ধ’রা’নো হয় না? কারণটা কি?

মৃত্যু শব্দটার মধ্যেই একটা শোক রয়েছে। মৃত্যু আমরা কেউই চাই না তবু তো প্রত্যেকটা মানুষের জীবনেই মৃত্যু আসে। তবে প্রতিটা ধর্মেরই আলাদা আলাদা নিয়ম থাকে এই মৃত্যু নিয়ে। যেমন সনাতন ধর্মের কোনো ব্যাক্তির যদি মৃত্যু ঘটে তাহলে সেই ব্যাক্তির বাড়ির লোকেদের শেষকৃত্যের পর থেকে তেরোদিন কোনো পূজা পাঠ করতে নেই, বাড়িতে উনুন জ্বালতে নেই।

এমন প্রায় ১৬ টি আচার আগে সনাতন ধর্মে। এই সময়ে, আত্মীয় বা প্রতিবেশীদের কাছ থেকে খাবার আসে। মূলত গরুড় পুরাণ অনুসারে, মৃত্যুর পর কেন আমরা ঘরে উনুন জ্বালাই না, তার আসল কারণ আসুন জেনে নেওয়া যাক। পূরাণ মতে, মৃত্যুর পর ১৩ দিন অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত বাড়িতে পুজো হয় না, উনুনও জ্বালানো হয় না।

বদলে এই ১৩ দিন ওই বাড়িতে গরুড় পুরাণ পথ হয়। এছাড়াও কথিত আছে, মৃত ব্যক্তির আত্মা যতক্ষণ মায়ামুক্ত না হয়, ততক্ষণ সেখানে উনুন জ্বালানো হয় না। বলা হয় যে শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত মৃত ব্যক্তির আত্মা জাগতিক আসক্তি থেকে মুক্ত হতে পারে না এবং এখানে-ওখানে ঘুরে বেড়ায়।

আরো খবর: মকর সংক্রান্তি ঠি’ক ক’বে? ১৪ না ১৫ জানুয়ারি?

তাই এই কদিন বাড়িতে উনুন জ্বালতে নেই বলে মনে করা হয় সনাতন ধর্মে। এছাড়াও যাতে এই শোক পড়া প্রতীবেশীর সাথে ভাগ করে নেওয়া যায় তার জন্যই এই সময়ে তাদের বড়ো থেকেই মৃত মানুষটির বাড়ির লোকের জন্য খাবার আসে।

তারা সকলে একসাথে বসে সেই দুঃখ ভাগা ভাগি করে নিতে পারে। এতে দুঃখ কিছুটা কম হবে বলেও মনে করা হয়। এরকম নানা ধর্মে নানা নিয়ম রয়েছে। তবে সব ধর্মেই এই সময় টুকুতে কোনো শুভ কাজ কোনো প্রবিত্র কাজ করা হয়না।